মুম্বই, 22 জানুয়ারি : আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় দুই বছর আগে ৷ তারপর থেকে জাতীয় দলরে হয়ে আর মাঠে নামা হয়নি ৷ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে একের পর এক চোটের পর ভাগ্য সহায় হয় শার্দূলের ৷ সুযোগ পেয়েই ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করেন ৷ মূলত তাঁর ও ওয়াশিংটন সুন্দরের ভর করে ব্রিসবেনে সুবিধাজনক জায়গায় যায় ভারত ৷ সেই শার্দূল বলছেন, এই দুই বছর তিনি নিজেকে ফাস্ট বোলার থেকে অলরাউন্ডারে পরিণত করেছেন ৷
ব্রিসবেনে মোট 7টি উইকেট তুলে নেন তিনি ৷ 8 নম্বরে নেমে প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ 67 রানও করেন শার্দূল ৷ ওয়াশিংটনের সঙ্গে 123 রানের পার্টনারশিপ গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ৷ 2018 সালে টেস্ট অভিষেক হলেও তা স্থায়ী ছিল মাত্র 10টি বল ৷ তারপর চোট পেয়ে ছিটকে যেতে হয় ৷
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ হ্যাঁ আমাকে বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে ৷ আমার ব্যাট করার দক্ষতা আছে ৷ ভবিষ্যতে সুযোগ ব্যাটেও দলের হয়ে অবদান রাখতে চাই ৷’’