আবু ধাবি, 20 অক্টোবর : ম্যাচ ও প্লে অফে যাওয়ার আশা, চেন্নাই সুপার কিংসের কাছ থেকে দুটোই কেড়ে নিয়েছে রাজস্থান রয়্যালস । তিনবারের চ্যাম্পিয়নদের এবারের IPL অভিযান কার্যত শেষ করার পিছনে রয়েছে জস বাটলারের ঝোড়ো ইনিংস । সোমবার আবু ধাবিতে অধিনায়ক স্মিথের সঙ্গে জুটি বেঁধে খেলেন 48 বলে 70 রান । বাটলার বিক্রমেই খড়কুটোর মতো উড়ে গেছে ধোনির চেন্নাই ।
সোমবারের ম্যাচের আগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দুটো দলের সামনেই খাঁড়া ঝুলছিল । গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্টোকস, স্যামসন, উথাপ্পাদের ব্যর্থতার দিন জ্বলে ওঠে জস বাটলারের ব্যাট । স্টিভ স্মিথের সঙ্গে তাঁর অপরাজিত জুটিতে ওঠে 98 রান । ম্যাচ জিতিয়ে রাজস্থানের প্লে অফের আশা যেমন উজ্জ্বল করলেন বাটলার তেমনই দলের উপরে থাকা চাপটা অনেকটাই কাটিয়ে দিয়েছেন । ম্যাচের পর জানালেন, চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে আরও তীব্রতা নিয়ে আসার চেষ্টা করেছেন ।