পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বেয়ারস্টোকে বিশ্রামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক ইংল্য়ান্ড : নাসের হুসেন - ভারত

জনি বেয়ারস্টোকে ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ফেরানোর দাবি জানালেন প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ ভারতের মাটিতে স্পিনারদের সামলাতে হবে ইংল্য়ান্ডের ব্য়াটসম্য়ানদের ৷ আর সেই কারণেই বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়ার বিরোধিতা করলেন নাসের ৷

hussain-urges-england-to-rethink-decision-to-rest-bairstow
জনি বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক ইংল্য়ান্ড : নাসের হুসেন

By

Published : Jan 24, 2021, 7:50 PM IST

লন্ডন, 24 জানুয়ারি : ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক নাসের হুসেন ৷ 5 ফেব্রুয়ারি থেকে ভারতে আয়োজিত চার ম্য়াচের টেস্ট সিরিজ়ে জনি বেয়ারস্টোকে বিশ্রাম দিয়েছে ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা ৷ টানা আন্তর্জাতিক ক্রিকেট সূচির মাঝে ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর নিয়ম চালু করেছে ইসিবি ৷ আর সেই রোটেশন পদ্ধতিতে এবার ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে জনি বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ সেই সিদ্ধান্তেরই বিরোধিতা করেছেন নাসের হোসেন ৷

ভারত সদ্য অস্ট্রেলিয়ায় গিয়ে দাপটের সঙ্গে টেস্ট সিরিজ় জিতে এসেছে ৷ এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় দল ৷ আর সেখানে ঘরের মাঠে ভারতীয় ক্রিকেটারদের সেই আত্মবিশ্বাস আরও কয়েকগুণ বেড়ে যাবে, তাই স্বাভাবিক ৷ এই পরিস্থিতিতে সিরিজ়ের প্রথম দুই ম্য়াচে ফর্মে থাকা জনি বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়ার বিপক্ষে প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক ৷ তাই নির্বাচকমণ্ডলীর কাছে নাসেরের আবেদন, যাতে জনি বেয়ারস্টোর বিশ্রামের বিষয়টি তাঁরা যেন আরেকবার ভেবে দেখেন ৷

আরও পড়ুন : ইংল্যান্ড সিরিজ়ের আগে রাহানেদের এক সপ্তাহের কোয়ারানটিন

এই মুহূর্তে শ্রীলঙ্কায় দুই ম্য়াচের টেস্ট সিরিজ় খেলছে ইংল্য়ান্ড ৷ যার প্রথম ম্য়াচে 47 এবং 35 নট আউটের ইনিংস খেলে ইংল্য়ান্ডকে ম্য়াচ জিততে সাহায্য় করেছেন বেয়ারস্টো ৷ সেই কারণেই নাসের হুসেন বলেন, ‘‘আমার এই চিন্তার প্রধান কারণ, ইংল্য়ান্ডের সেরা তিন স্পিন বোলিং খেলা ব্য়াটসম্য়ানদের একজন জনি বেয়ারস্টো ৷ জো রুট এবং বেন স্টোকসের সঙ্গে ও একজন যে স্পিনারদের ভালো খেলতে পারেন ৷ তাঁকেই বাড়ি ফেরার বোর্ডিং পাস দেওয়া হল আর বাকিদের চেন্নাইয়ের টিকিট দেওয়া হল, এটা ঠিক নয় ৷’’

ABOUT THE AUTHOR

...view details