দিল্লি, 27 জানুয়ারি : জয়ের জন্য় তখন আর মাত্র তিন রান দরকার৷ এমন একটা সময়ে মিডল অর্ডার ব্য়াটসম্য়ান ঋষভ পন্থের সঙ্গে খেলতে ক্রিজে নামেন টেইল এন্ডার নবদীপ সাইনি৷ ব্রিসবেনের টেস্ট ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর কিছুক্ষণ আগেই ঘটে এই ঘটনা৷
সাইনি জানতেন, পন্থ সেদিন দুর্দান্ত ফর্মে আছেন৷ তিনি একাই অস্ট্রেলিয়ার বোলারদের গুঁড়িয়ে দিয়েছেন৷ বাকিটাও সামলে নেবেন অনায়াসে৷ আর পন্থও নিজের স্টাইলেই নিজের কাজ করেছিলেন৷ পেসার জশ হেজেলউডের বলকে সটান বাউন্ডারিতে পাঠিয়ে খেলা শেষ করেন তিনি৷ ভারত সিরিজ জেতে 2-1 ব্যবধানে৷
আরও পড়ুন:টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল
পরবর্তীতে সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সাইনি জানান, সেই মুহূর্তে পন্থের সঙ্গে ঠিক কী কথা হয়েছিল তাঁর৷ তিনি বলেন, ‘‘সেই প্রথমবার আমি ঋষভের সঙ্গে ব্য়াট করতে নামি৷ ম্য়াচটায় খুব মজা হয়েছিল৷ আমি জানতাম, ও ভারতকে জেতাবে৷ আমি যখন ক্রিজে গেলাম, ঋষভের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কী করতে হবে?’’ ও বলল, কিচ্ছু করতে হবে না৷ শুধু খুব জোরে দৌড়াতে হবে৷ আমি যখন বলব, ঠিক তখনই৷ কোনও ঝুঁকি নেবে না৷ এরপর ও নিজের জায়গায় ফেরে৷ তারপর আবার আমার কাছে আসে৷ বলে, চিন্তা কোরো না৷ আমি সব সামলে নেব৷’’ ঠিক এইভাবেই সহযোদ্ধাকে নিয়ে সেদিন জয়ের পতাকা পুঁতেছিলেন পন্থ৷ বুঝিয়ে দিয়েছিলেন কীভাবে ঠান্ডা মাথায় পৌঁছাতে হয় কাঙ্খিত লক্ষে ৷