মুম্বই, 18 অগাস্ট : রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে ৷ ইনস্টাগ্রামে বিরাটকে রোহিতের আনফলো করা হোক বা বিরাটের "স্কয়্যাডে" রোহিতের না থাকা হোক, এই জল্পনা উত্তরোত্তর বেড়েছেই ৷ আর বিষয়টিকে বিরাট ভিত্তিহীন বলে দাবি করলেও জল্পনায় বিরাম পড়েনি ৷ আর ভারতীয় দলের হেড কোচের পদের বাছাই তালিকায় থাকা এক প্রার্থী জানান, দুই তারকার সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করেছেন কপিল দেব ৷
ভারতের হেড কোচ নির্বাচনের জন্য 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছিল ৷ প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামীও কমিটিতে ছিলেন ৷ একাধিক পদপ্রার্থী ইন্টারভিউ নেয় কমিটি ৷ আর সেই ইন্টারভিউয়ে এক কোচ পদপ্রার্থীকে রোহিত-বিরাটের সম্পর্কের চিড় নিয়ে প্রশ্ন করা হয়েছে ৷ একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটিকে (CAC) জানিয়েছি, এরমকম কোনও ঝগড়া নেই ৷ বিরাট ক্যামেরার সামনে অস্বীকারও করেছেন ৷ তাই আমি জানি না, কীভাবে এই প্রশ্নের উত্তর দেব ৷ কিন্তু, (এটা সত্যি হলে) আমি সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করে মিটিয়ে দিতাম ৷ "