কলকাতা, 28 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে আজ কলকাতায় আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ৷ গতকালই সৌরভের চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে তাঁর ৷ আজ সৌরভের বাকি দু'টি আর্টারিতে স্টেন্ট বসানো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ কত দ্রুত দু'টি স্টেন্ট বসানো যায় তা নিয়েই আলোচনা হবে ৷
একটা স্ট্রেন বসানোর পর 7 তারিখ বাড়ি ফিরেছিলেন সৌরভ ৷ তিন সপ্তাহ কাটতে না কাটতেই গতকাল ফের বুকে অস্বস্তিবোধ নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি ৷ গ্রিন করিডর করে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । তবে সৌরভের হার্টে আরও দুটি ব্লকেজ আছে ৷ আজ সকাল সাড়ে দশটার মধ্যে কলকাতায় আসবেন দেবী শেটি ৷ মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে বাকি দুটি স্টেন্ট বসানো নিয়ে আলোচনা হবে ৷ দেবী শেটির উপস্থিতিতেই হয়তো স্টেন্ট বসানো হবে ৷