পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পান্ডিয়া-রাহুলের জরিমানা : শহিদ পরিবার ও ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মোট ২০ লাখ দেওয়ার নির্দেশ - bcci

করণ জোহরের টেলিভিশন শো কফি উইথ করণ-এ মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যর জন্য ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ পান্ডিয়া-রাহুলকে ।

পান্ডিয়া-রাহুল

By

Published : Apr 20, 2019, 1:37 PM IST

মুম্বই, ২০ এপ্রিল : করণ জোহরের টেলিভিশন শো কফি উইথ করণ-এ মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যর জন্য ২০ লাখ টাকা জরিমানা ধার্য করলেন করল BCCI অমবুডসমান ডি কে জৈন । হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলকে এই অর্থের অর্ধেক জমা করতে হবে দৃষ্টিহীনদের জন্য তৈরি করা ক্রিকেট সংস্থার তহবিলে । বাকি অর্থ ১০ জন শহিদ আধাসামরিক বাহিনী কনস্টেবলের পরিবারকে দান করার নির্দেশ দিয়েছেন জৈন । আগামী ৪ সপ্তাহের মধ্যে তা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ।

গত বছর ডিসেম্বরে কফি উইথ করণ-এ হার্দিক পান্ডিয়া মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন। তা নিয়ে বিতর্কের সূত্রপাত । নিজের যৌন জীবন, মহিলাদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় হার্দিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয় । ওই শো-তে উপস্থিত ছিলেন লোকেশ রাহুল । তিনিও সমালোচিত হন । যার ফলে বাধ্য হয়েই দুই ম্যাচের জন্য ব্যানড করা হয় পান্ডিয়াকে । নিষেধাজ্ঞা জারি করা হয় রাহুলের উপরও ।

এক সময়ে এই বিতর্কের জেরে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন দুই ক্রিকেটারই। বোর্ডে একদল হার্দিক ও রাহুলের কড়া শাস্তির পক্ষে সওয়াল করে । এবং অন্যপক্ষ শাস্তি শিথিল করে তাঁদের পুনরায় ক্রিকেট মাঠে ফিরিয়ে আনার কথা বলে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেও এই ইশুতে হার্দিক ও রাহুলকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিল । তবে বিতর্ক পিছনে ফেলে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিষয়টির অবসান হওয়ায় দু'জনেই স্বস্তিতে থাকবেন বলে মনে করা যায় ।

ABOUT THE AUTHOR

...view details