মুম্বই, 24 ফেব্রুয়ারি: নিউজ়িল্যান্ডে একের পর হারে বিধ্বস্ত ভারত ৷ কিউয়িদের দেশে পায়ের তলায় জমি পাচ্ছে না বিশ্বের পয়লা নম্বর টেস্ট টিম ৷ সেই সময়ই ভারতীয় শিবিরে বয়ে এল খুশির হাওয়া ৷ কারণটা হলেন জাতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ পাঁচ মাসের বিরতির পর 22 গজে ফিরতে চলেছেন দেশের এই পেস অলরাউন্ডার ৷
বিরাট কোহলির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৷ অথচ চোটের কারণে বছরের অধিকাংশ সময় দলের বাইরে কাটাতে হয়েছে হার্দিককে ৷ পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে গত বছর লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করান তিনি ৷ যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে পাঁচ থেকে ছয়মাসের মতো সময় লাগবে হার্দিকের ৷ সুস্থ হতে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে সময় কাটিয়েছেন তিনি ৷