পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হবু স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি, ইনস্টাগ্রামে ভাইরাল হার্দিকের পোস্ট - Sania Mirza

হবু স্ত্রী নাতাশা স্তানকোভিচকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন হার্দিক পান্ডিয়া, এমনই এক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করলেন তিনি ৷

Hardik Pandya
হার্দিক পান্ডিয়া

By

Published : Jan 25, 2020, 9:36 AM IST

মুম্বই, 25 জানুয়ারি: পিঠে চোট নিয়ে আপাতত তিনি দলের বাইরে ৷ খেলার মাঠের বাইরে থেকেই নিজের ফ্যানদের সঙ্গে তাঁর জীবনের নতুন অংশের ছবি ভাগ করে নিলেন ৷ হবু স্ত্রী নাতাশা স্তানকোভিচকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন হার্দিক, এমনই এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তিনি ৷

ছবিটি পোস্ট করার পরই তাঁর ফ্যানরা ‘হার্ট ইমোজি’তে ভর্তি করে দিয়েছেন ৷ বাদ পড়েনি তারকাও, টেনিস-সুন্দরী সানিয়া মির্জা ‘হার্ট আই ইমোজি’ কমেন্ট করেছেন ৷
চোট সারিয়ে কবে মাঠে ফিরছেন, সেটা যেমন জানতে উদগ্রীব ফ্যানরা, তেমনই কবে এই মডেল তারকার সঙ্গে গাঁটছড়া বাধছেন, সেটাও এখন শুধু সময়ের অপেক্ষা ৷

হবু স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হার্দিক পান্ডিয়া

কিছুদিন আগেই মাঝসমুদ্রে প্রেমিকা নাতাশা স্তানকোভিচকে হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া ৷ সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি৷ নিমেষে ভাইরাল হয়েছিল সেই ছবি ৷ কবে বিয়ে করছেন এই 26 বছর বয়সি তারকা, তা নিয়েও চলছে অনেক জল্পনা ৷

বর্ষবরণের দিনই নিজের বাগদানের কথা প্রকাশ করছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ সার্বিয়ান এই অভিনেত্রীর সঙ্গে বাগদান সেরেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details