মুম্বই, 2 জানুয়ারি : বর্ষবরণের দিনেই নিজের বাগদানের কথা প্রকাশ করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদান সেরেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় হার্দিক নিজের বাগদানের কথা জানান ৷ ইনস্টাগ্রামে দু’জনের ছবি পোস্ট করে হার্দিক লেখেন, ‘‘মে তেরা, তু মেরি, জানে সারা দুনিয়া ৷ 01.01.2020 # এনগেজড ’’৷
বাগদানের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে শুভেচ্ছা জানান ক্রিকেটাররা ৷ তাঁর জাতীয় দলের টিমমেটদের মধ্যে কুলদীপ যাদব প্রথমে তাঁকে শুভেচ্ছা জানান ৷ এরপর বিরাট কোহলি, ঈশান কিষান , কে এল রাহুলরা শুভেচ্ছা জানান তাঁকে ৷