পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সার্বিয়ান অভিনেত্রীর সঙ্গে বাগদান হার্দিকের, শুভেচ্ছা বিরাটদের - হার্দিকের বাগদান

নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদান সারলেন হার্দিক পাণ্ডিয়া ৷ ইনস্টাগ্রামে সেকথা জানান তিনি ৷ ক্রিকেটারদের মধ্যে কুলদীপ যাদব প্রথম তাঁকে শুভেচ্ছা জানান ৷ এরপর বিরাট কোহলি, ঈশান কিষান , কে এল রাহুলরা তাঁকে শুভেচ্ছা জানান ৷

image
হার্দিকের বাগদান

By

Published : Jan 2, 2020, 10:53 AM IST

মুম্বই, 2 জানুয়ারি : বর্ষবরণের দিনেই নিজের বাগদানের কথা প্রকাশ করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদান সেরেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় হার্দিক নিজের বাগদানের কথা জানান ৷ ইনস্টাগ্রামে দু’জনের ছবি পোস্ট করে হার্দিক লেখেন, ‘‘মে তেরা, তু মেরি, জানে সারা দুনিয়া ৷ 01.01.2020 # এনগেজড ’’৷

বাগদানের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে শুভেচ্ছা জানান ক্রিকেটাররা ৷ তাঁর জাতীয় দলের টিমমেটদের মধ্যে কুলদীপ যাদব প্রথমে তাঁকে শুভেচ্ছা জানান ৷ এরপর বিরাট কোহলি, ঈশান কিষান , কে এল রাহুলরা শুভেচ্ছা জানান তাঁকে ৷

26 বছরের হার্দিক পিঠের চোটের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-20 ও একদিনের সিরিজ়ে দলে ছিলেন না ৷ লন্ডনে গিয়ে পিঠের অস্ত্রোপ্রচার করান তিনি ৷ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৷

ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজ়েও দলে নেই তিনি ৷ যদিও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলবেন এই অলরাউন্ডার ৷ 2019 -এর সেপ্টেম্বরে শেষ বার ভারতীয় দলের জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details