পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"আশা করছি নির্বাচকরা ওর খেলা দেখছে", সূর্যকুমারের হয়ে ফের ব্যাট ধরলেন ভাজ্জি - হরভজন সিংয়ের টুইট

চলতি IPL-এও ব্যাট হাতে ধারাবাহিক মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব । তা সত্ত্বেও জাতীয় দল থেকে ব্রাত্যই রয়ে গেছেন সূর্যকুমার ।

"আশা করছি নির্বাচকরা ওর খেলা দেখছে", সূর্যকুমারের হয়ে ফের ব্যাট ধরলেন ভাজ্জি
"আশা করছি নির্বাচকরা ওর খেলা দেখছে", সূর্যকুমারের হয়ে ফের ব্যাট ধরলেন ভাজ্জি

By

Published : Oct 29, 2020, 8:11 AM IST

আবু ধাবি, 29 অক্টোবর : ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে সূর্যকুমারের যাদব সুযোগ না পাওয়ায় আগেই নির্বাচকদের এক হাত নিয়েছিলেন হরভজন সিং । বুধবার RCB-র বিরুদ্ধে সূর্যকুমারের 79 রানের দুরন্ত ইনিংস সেই বিতর্ককে আরও উসকে দিল ।

গত দু'টো মরশুম ধরে IPL-এ ভালো পারফরম্যান্স দিয়ে আসছেন । চলতি IPL-এও ব্যাট হাতে ধারাবাহিক মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব । তা সত্ত্বেও জাতীয় দল থেকে ব্রাত্যই রয়ে গেছেন সূর্যকুমার । দিন দু'য়েক আগে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে । কিন্তু, মুম্বইয়ের সূর্যের কথা ভেবে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলী । বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 43 বলে অপরাজিত 79 রানের দুরন্ত ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটসম্যান । তাঁর ব্যাটিংয়ের সৌজন্যেই বিরাট কোহলিদের হারিয়ে প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে পল্টনরা । সূর্যকুমারের এই ইনিংস আরও একবার জাতীয় নির্বাচকদের সিদ্ধান্তের উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে । মুম্বইকরের হয়ে ফের একবার ব্যাট ধরলেন হরভজন সিং । টুইটারে নির্বাচকদের কটাক্ষ করে ভাজ্জি লেখেন, "আরও একবার ক্লাসিক ইনিংস । আশা করছি, নির্বাচকরা সুর্যকুমারের খেলা দেখছেন । দারুণ খেলেছ ।"

IPL-এর ধারাবাহিক পারফরম্যান্সের পর অন্তত সীমিত ওভারে সূর্যকুমারের সুযোগ পাওয়ার আশা দেখছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা । কিন্তু, মুম্বইয়ের এই তরুণের ভাগ্যে শিকে ছেঁড়েনি । এতে হতাশ হরভজন টুইটারে প্রশ্ন করেন, সুযোগ পেতে হলে আর কী কী করতে হবে সূর্যকে ? তিনি বলছেন, "জানি না ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সূর্যকুমার যাদবকে আর কী করতে হবে ? ও IPL-এর সব মরশুমে এবং রনজি ট্রফিতেও নিয়মিত ভালো খেলছে । মনে হয় একেক জনের জন্য একেক রকম নিয়ম ! আমি নির্বাচকদের অনুরোধ করব, ওর রেকর্ডের দিকে একটু নজর দিন ।"

ABOUT THE AUTHOR

...view details