জামাইকা, 1 সেপ্টেম্বর : প্রথম টেস্টে সাত রানের জন্য হাতছাড়া করেছিলেন শতরান ৷ কিন্তু, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সেই আক্ষেপ মেটালেন হনুমা বিহারি ৷ খেললেন 111 রানের ঝকঝকে ইনিংস ৷ আর তাঁর এই ইনিংসের উপর ভর করেই 400 রানের গণ্ডি টপকাল ভারত ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে টেস্টে অভিষেক হয়েছিল 25 বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যানের ৷ জীবনের প্রথম টেস্টেই করেছিলেন অর্ধশতরান ৷ এরপর খেলেছেন আরও পাঁচটি টেস্ট ৷ আর ছ'নম্বর টেস্টে করলেন জীবনের প্রথম শতরান ৷ সঙ্গে ভরসা জোগালেন টিম ম্যানেজমেন্টকে ৷ অবশ্য সিরিজ়ের প্রথম ম্যাচেই তাঁর 93 রানের ইনিংস সবার নজর কেড়েছিল ৷ আর দ্বিতীয় টেস্টেই করলেন শতরান ৷ শুধু শতরানই করলেন না তাঁর মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতার উপর ভর করে বড় রানের ইনিংস গড়ল দল ৷