পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৌরভের পরামর্শ সত্ত্বেও মাঠে রোহিত, বললেন হ্যামস্ট্রিং ঠিক আছে

হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের খেলার সিদ্ধান্ত ফের একবার ক্লাব বনাম দেশ বিতর্ককে উসকে দিয়েছে ৷

সৌরভের পরামর্শ সত্ত্বেও মাঠে রোহিত, বললেন হ্যামস্ট্রিং ঠিক আছে
সৌরভের পরামর্শ সত্ত্বেও মাঠে রোহিত, বললেন হ্যামস্ট্রিং ঠিক আছে

By

Published : Nov 4, 2020, 1:38 PM IST

আবু ধাবি, 4 নভেম্বর : হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা ৷ যা নিয়ে চলছে বিতর্ক ৷ সেই বিতর্ককে উসকে দিয়ে মঙ্গলবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি IPL-এর লিগ পর্বের শেষ ম্যাচ প্রত্যাবর্তন করলেন রোহিত ৷ এদিকে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ সত্ত্বেও হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিতকে মাঠে নামতে দেখে অনেকেই অবাক হয়েছেন ৷ কারণ মঙ্গলবারের ম্যাচের আগেই সৌরভ মন্তব্য করেছিলেন, তিনি চান দলের এই সিনিয়র ওপেনার সাবধানে পা ফেলুক ৷ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে রোহিত বেশি ঝুঁকি নিক তা চাননি তিনি ৷

তা সত্ত্বেও গতকালের ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করতে নামতে দেখা যায় তাঁকে ৷ হায়দরাবাদের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই ম্যাচের কোনও গুরুত্বই ছিল না ৷ কারণ পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা আগেই প্লে অফে জায়গা করে নিয়েছিল ৷ টসের পর মুরলি কার্তিক যখন রোহিতকে জিজ্ঞাসা করলেন, "তুমি একদম সুস্থ আছ তো ?" উত্তরে রোহিত বলেন, "দেখে তো তাই মনে হচ্ছে ৷" মুখে ছিল ব্যাঙ্গাত্মক হাসি ৷

তবে হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের খেলার সিদ্ধান্ত ফের একবার ক্লাব বনাম দেশ বিতর্ককে উসকে দিয়েছে ৷ কারণ বোঝাই যাচ্ছে, BCCI ও মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের চোটকে দু'রকমভাবে দেখছে ৷ যা অবাক করার বিষয় ৷ কারণ টিম ইন্ডিয়ার ফিজ়িও নীতিন পটেল গত এক দশক ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করছেন ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ডাবল সুপার ওভারের ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত ৷ তাঁর অনুপস্থিতিতেই প্লে অফে পৌঁছে যায় মুম্বই ৷ এই চোট মাথায় রেখেই রোহিতকে ছাড়া ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেন জাতীয় নির্বাচকরা ৷ সবাইকে অবাক করে সেদিনই মুম্বইয়ের নেটে অনুশীলন করতে নেমে পড়েন রোহিত ৷ পরপর এধরনের ঘটনায় রীতিমতো ধন্দে ক্রিকেট অনুরাগীরা ৷

গতকালই সৌরভ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, "রোহিতের চোট রয়েছে ৷ না হলে ওর মতো ক্রিকেটারকে কেনই বা দলের বাইরে রাখা হবে ৷ সীমিত ওভারের দলে ও সহ অধিনায়ক ৷ আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি ৷" তিনি আরও বলেন, "চোট পাওয়ার পর ও একটি ম্যাচও খেলেনি ৷ ওর মতো সেরা ক্রিকেটার সেরে উঠুক এটাই চাইব ৷ ফিট থাকলে ও নিশ্চয় খেলবে ৷"

এদিকে ম্যাচের পর রোহিত সাফ জানিয়ে দিলেন, তাঁর হ্যামস্ট্রিং একদম ঠিক আছে ৷ আর কয়েকটা ম্যাচ খেললে আরও ভালোভাবে বোঝা যাবে ৷ মাঠে ফেরার অনুভূতিও শেয়ার করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details