পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"জীবন যাত্রা অনেক বদলে গেছে", ছয়মাস পর বিমানে উঠে অনুভূতি সৌরভের - আইপিএল 2020

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসার পর প্রেসিডেন্ট হিসেবে এটাই প্রথম IPL সৌরভের ।

Sourav
Sourav

By

Published : Sep 9, 2020, 4:17 PM IST

Updated : Sep 9, 2020, 6:39 PM IST

আবু ধাবি, 9 সেপ্টেম্বর : মুখে মাস্ক, ফেস শিল্ড পরে স্বাস্থ্যবিধি মেনে আমিরশাহী উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এবারের IPL । বুধবার সকালে IPL- এর প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাইয়ের বিমান ধরেন BCCI প্রেসিডেন্ট ।

বুধবার ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে দীর্ঘ 6 মাস পর বিমানে ওঠার অনুভূতির কথাও জানিয়েছেন সৌরভ । তিনি লেখেন, "IPL - এর জন্য দুবাইয়ে র উদ্দেশে রওনা দিলাম । গত 6 মাসে এটি আমার প্রথম বিমান যাত্রা । জীবন অনেক টাই বদলে গেছে ।"

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসার পর প্রেসিডেন্ট হিসেবে এটাই প্রথম IPL সৌরভের । BCCI সভাপতি হয়ে প্রথম IPL জাঁকজমকভাবে করার ইচ্ছে ছিল সৌরভের । কিন্তু কোরোনা র কারণে সেই পরিকল্পনা একেবারেই ভেস্তে গেছে । এমনকী দেশের বাইরে IPL আয়োজন করতে হচ্ছে । তাতেও স্বস্তি নেই । ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস টিমে র বেশ কিছু সদস্য কোরোনা আক্রান্ত ।

জানা গেছে, সৌরভের সঙ্গে বুধবার দুবাই যান সচিব জয় শাহ । দুবাই - এ নেমে আপাতত কিছুদিন কোয়ারানটিনে থাকবেন দুজন ।

Last Updated : Sep 9, 2020, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details