দুবাই, 5 অগাস্ট: ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হল নো বলের নতুন যুগ ৷ এখন থেকে ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন না মাঠ আম্পায়ার ৷ সেই দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারের উপর ৷ ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়েই শুরু হয়েছে এই নিয়ম ৷
ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট: ফ্রন্ট ফুট নো ডাকবেন তৃতীয় আম্পায়ার
আজ থেকে শুরু হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ় ৷ আর এই সিরিজ় দিয়েই নো-বলের ক্ষেত্রে শুরু হচ্ছে নতুন যুগ ৷ এবার থেকে ফ্রন্ট ফুট নো বল ডাকবেন না মাঠ আম্পায়ররা ৷ এক্ষেত্রে নেওয়া হবে প্রযুক্তির ব্যবহার ৷
কীভাবে নেওয়া হবে এই সিদ্ধান্ত ? বোলার ওভারস্টেপিং করলে টিভি রিপ্লেতে দেখে সঙ্গে সঙ্গে তা মাঠ আম্পায়ারকে জানিয়ে দেওয়া হবে ৷ মাঠে অনেক সময়ই আম্পায়ারের চোখ এড়িয়ে যায় ওভারস্টেপিং ৷ এই নিয়ে অনেক বিতর্কও হয়েছে ৷ সম্প্রতি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ়েও এমনটা দেখা গেছে ৷ তাই ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চালাচ্ছিল ICC ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে,"ফ্রন্ট ফুট নো বলে প্রযুক্তির ব্যবহার হবে ৷ ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ় দিয়েই শুরু হচ্ছে নতুন নিয়ম ৷ ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে এর ব্যবহার হবে কি না সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে ৷"
ওয়ান ডে ফরম্যাটে আগেই ফ্রন্ট ফুট নো বল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে ৷ চলতি বছরে টি-20 বিশ্বকাপেও এই নিয়মের ব্যবহার হয়েছে ৷ যদিও পরীক্ষামূলকভাবেই এর ব্যবহার হয়েছে ৷ টি-20 বিশ্বকাপে ফ্রন্ট ফুট নো বল প্রযুক্তির ব্যবহার সফল হওয়ায় খুশি ICC ৷ এবার টেস্টেও পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার করে দেখে নিতে চাইছে ICC ৷