পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পিওনের কাজ খুঁজছেন প্রাক্তন ভারত অধিনায়ক

জন্ম থেকেই পোলিয়োয় আক্রান্ত , দীনেশ সইন বিশেষ ভাবে সক্ষম ভারতীয় দলের হয়ে 2015 থেকে 2019 এর মাঝে 9 টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । করেছেন অধিনায়কত্বও । পরিবারের ভরণ পোষণের জন্য বর্তমানে হন্য হয়ে খুঁজছেন চাকরি ।

দীনেশ
dinesh

By

Published : Jul 28, 2020, 8:35 PM IST

দিল্লি , 28 জুলাই : নীল জার্সি পরে বাইশ গজে নামার পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম ভারতীয় দলের অধিনায়কত্বও সামলেছেন দীনেশ সইন । জীবনের পরিহাসে আজ তিনি নিঃস্ব । বাধ্য হয়ে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA ) তে পিওনের পদে চাকরির আবেদন করেছেন তিনি । জন্ম থেকেই পোলিয়োয় আক্রান্ত হন দীনেশ । বিশেষভাবে সক্ষম ভারতীয় দলের হয়ে 2015 থেকে 2019 পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন তিনি । এই সময়ে দলের অধিনায়কত্বও করেছেন । 35 বছর বয়সে পরিবারের ভরণপোষণের জন্য স্থায়ী কর্মসংস্থান চাইছেন । বাড়িতে তাঁর স্ত্রী ও এক বছরের সন্তান রয়েছে ।

"আমার এখন 35 বছর বয়স । বর্তমানে আমি গ্র্যাজ়ুয়েশনের প্রথমবর্ষে পড়ছি । 12 ক্লাস পাস করার পর আমি শুধু ক্রিকেট খেলিছি । আন্তর্জাতিকস্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছি । ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA)-তে একটি পিওনের পদ খালি রয়েছে । " সোনপতের বাড়িতে সর্বভারতীয় সংবাদসংস্থা PTI কে বলেন সইন ।

এতদিন দীনেশের বড় ভাই দীনেশ ও তাঁর পরিবারের দেখাশোনা করত । বর্তমানে তাঁর পক্ষেও পরিস্থিতি সামলানে কঠিন হয়ে পড়েছে। তাই দীনেশ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিতে কাজ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি ।"এই কাজের (পিওন) জন্য সাধারণ মানুষের জন্য বয়েসের সীমা 25 আর বিশেষভাবে সক্ষমদের (PH Catagory) জন্য বয়সের সীমা 35 । তাই এটাই আমার সরকারি চাকরি পাওয়ার শেষ সুযোগ ।"-বলেন এর আগে জেলা আদালতের পিওনের পদে ইন্টারভিউ দেওয়া দীনেশ ।

ABOUT THE AUTHOR

...view details