পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু পাকিস্তানের  প্রাক্তন ক্রিকেটারের - কোরোনা ভাইরাস

কোরোনা আক্রান্ত হতে ফের পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু। এনিয়ে এখনও পর্যন্ত দুজন পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এলো ।

Image
Former Pakistani cricketer

By

Published : Jun 3, 2020, 4:05 PM IST

Updated : Jun 3, 2020, 8:07 PM IST

কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের

লাহোর, 3জুন:COVID-19আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একপাকিস্তানি ক্রিকেটার রিয়াজ শেখ। মঙ্গলবার কোরোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুহয়েছে বলে জানা গেছে ।

প্রাক্তনপাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ টুইটারে রিয়াজের মৃত্যুর খবর জানান। এবং তারাআত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। রিপোর্ট অনুযায়ী কোরোনায় আক্রান্ত হয়েইমৃত্যু হয়েছে রিয়াজ শেখর।

ঘরোয়াক্রিকেটে রিয়াজ43টিপ্রথম শ্রেনির ম্যাচ25টিলিস্ট- এ ম্যাচ খেলেছেন।2005পর্যন্তখেলার পর তিনি ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন। এরপর মঈন খানের ক্রিকেট অ্যাকাডেমিতেপ্রধান কোচের দায়িত্ব সামলান ।

আরওএক পাকিস্তানি ক্রিকেটারের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর সামনে আসে । তাঁরনাম জাফর সরফরাজ ।চলতি বছরের এপ্রিল মাসে তাঁর মৃত্যু হয়। সরফরাজি প্রথমপাকিস্তানি ক্রিকেটার যিনি কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ।

গতসপ্তাহে প্রাক্তন পাকিস্তানি ওপেনার তৌফিক ওমর এর কোরোনা ধরা পড়ে । এখনো পর্যন্তপাকিস্তানে76,106জনের কোরোনা ধরা পড়েছে । তার মধ্যে27,110জন মানুষ সুস্থ হয়েছেন । মৃত্যুহয়েছে1599জনের।

Last Updated : Jun 3, 2020, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details