পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লকডাউন উঠলে পরিবারকে নিয়ে ডিনারে যাবেন জাফর

শুধু খাবার-দাবারই নয়, ক্রিকেটকেও ভীষণ মিস করছেন দু দশক ধরে পেশাদার ক্রিকেটের সঙ্গে জড়িত থাকা এই প্রাক্তন ব্যাটসম্যান ।

wasim jaffer
wasim jaffer

By

Published : Apr 25, 2020, 6:10 PM IST

দিল্লি, 25 এপ্রিল: লকডাউনে ঘরবন্দী গোটা দেশ । বাইরে পা দিতে মন আনচান করলেও উপায় নেই । তাই লকডাউন উঠলে প্রথমেই কে কী করবে তা ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছে বহু মানুষ । তালিকায় রয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের অতি পরিচিত নাম ওয়াসিম জাফরও । লকডাউন উঠলে প্রথমেই কী করবেন তা টুইট করে অনুরাগীদের জানিয়েছেন চলতি বছরের মার্চে ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানো এই ব্যাটসম্যান ।

বাড়ির খাবারের আর মন ভরছে না জাফরের । তাই লকডাউন উঠলেই পছন্দের রেস্তরাঁয় গিয়ে ফেভারিট ডিশ অর্ডার করবেন দেশের হয়ে 31টি টেস্ট খেলা এই প্রাক্তন ক্রিকেটার । সঙ্গে অবশ্যই থাকবে তাঁর পরিবার । 3 মে পর্যন্ত লকডাউন ঘোষিত হয়েছে এদেশে । তারপরই পরিবারে নিয়ে ডিনারে যাবেন ওয়াসিম জাফর ।

তবে শুধু খাবার-দাবারই নয়, ক্রিকেটকেও ভীষণ মিস করছেন দু দশক ধরে পেশাদার ক্রিকেটের সঙ্গে জড়িত থাকা 42 বছর বয়সী এই প্রাক্তন ব্যাটসম্যান । তাই পছন্দের রেস্তোরাঁয় ডিনার সারার পর নেটে ব্যাট হাতে নেমে পড়বেন । ঘণ্টাখানেক ব্যাটিংয়ের পর জিম যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর ।

লকডাউনের পর কে কী করবেন, টুইটারে তাঁর অনুরাগীদের জিজ্ঞাসা করেছিলেন জাফর । সকলকে সত্যি কথা বলার অনুরোধ করেন তিনি । অনুরাগীরাও তাঁকে পাল্টা একই প্রশ্ন করেন । তার জবাবে ওয়াসিম বলেন, "সত্যি বলছি লকডাউন ওঠার পর আমি পরিবারকে নিয়ে ডিনারে যাব । তারপর নেটে ঘণ্টাখানেক ব্যাট করে জিমে যাব ।"

ABOUT THE AUTHOR

...view details