দিল্লি, 25 এপ্রিল: লকডাউনে ঘরবন্দী গোটা দেশ । বাইরে পা দিতে মন আনচান করলেও উপায় নেই । তাই লকডাউন উঠলে প্রথমেই কে কী করবে তা ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছে বহু মানুষ । তালিকায় রয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের অতি পরিচিত নাম ওয়াসিম জাফরও । লকডাউন উঠলে প্রথমেই কী করবেন তা টুইট করে অনুরাগীদের জানিয়েছেন চলতি বছরের মার্চে ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানো এই ব্যাটসম্যান ।
বাড়ির খাবারের আর মন ভরছে না জাফরের । তাই লকডাউন উঠলেই পছন্দের রেস্তরাঁয় গিয়ে ফেভারিট ডিশ অর্ডার করবেন দেশের হয়ে 31টি টেস্ট খেলা এই প্রাক্তন ক্রিকেটার । সঙ্গে অবশ্যই থাকবে তাঁর পরিবার । 3 মে পর্যন্ত লকডাউন ঘোষিত হয়েছে এদেশে । তারপরই পরিবারে নিয়ে ডিনারে যাবেন ওয়াসিম জাফর ।