রাজস্থান, 30 ডিসেম্বর : পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন ৷ রাজস্থানের সুরওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি ৷ যদিও নিরাপদে আছেন প্রাক্তন অধিনায়ক ৷
রাজস্থানের সোওয়াই মাধবপুরে এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে যাচ্ছিলেন আজ়হার ৷ কিন্তু, সুরওয়ালের কাছে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ পথের ধারে একটি খাবারের দোকানে ধাক্কা মারে গাড়িটি ৷ যদিও নিরাপদেই আছেন আজ়হারউদ্দিন ৷ তাঁর পরিবারের সদস্যরাও নিরাপদে আছেন ৷ পরে অন্য একটি গাড়িতে তিনি গন্তব্যে পৌঁছান ৷