পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত চেতন চৌহান - চেতন চৌহান

গত শুক্রবার চেতনের COVID-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁকে লখনউয়ের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

chetan chauhan
চেতন চৌহান

By

Published : Jul 12, 2020, 9:46 AM IST

দিল্লি, 12 জুলাই : COVID-19-এ আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান ৷ গতরাতে টুইটারে একথা জানান আরেক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘চেতন চৌহানজি-র কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷ খুব কঠিন সময় বিগ বি ও চেতন চৌহানের জন্য ৷’’

শুক্রবার চেতন চৌহানের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধি PGI হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য চেতন দেশের হয়ে সাতটি ওয়ান ডে ম্যাচে খেলেছেন ৷ পাশাপাশি 40টি টেস্ট ম্যাচে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷

সুনীল গাওস্কারের সঙ্গে ওপেনিং জুটিতে বহু রেকর্ড করেছেন চেতন ৷ টেস্ট ক্রিকেটে 2,084 রান করেছেন ৷ টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর 97 ৷ 16টি হাফ সেঞ্চুরি রয়েছে ৷ ক্রিকেট থেকে অবসরের পর তাঁকে ক্রিকেট প্রশাসকের ভূমিকায় দেখা গেছে ৷ চেতন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details