31 জানুয়ারি : আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে একমাত্র সেরা দল হিসেবে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ এক কলামে এমনটাই জানিয়েছেন প্রাক্তন এই অজ়ি ক্রিকেটার ৷ সেখানে তিনি লিখেছেন, ব্যাটিংয়ের টপ অর্ডারের গভীরতা এবং সেই সঙ্গে বিরাট কোহলির দলের সঙ্গে যোগ দেওয়া ভারতীয় দলকে আরও শক্তিশালী করেছে ৷ সেই সঙ্গে ভাল পেস ও স্পিন অ্যাটাক ভারতীয় দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন তিনি ৷
ওই কলামে ইয়ান চ্যাপেল লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা দল হিসেবে মাঠে নামবে ভারতীয় দল ৷ সেই সঙ্গে যখন আপনি ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির না যুক্ত করবেন, তৎক্ষণাত এই দলটি বুলেটপ্রুফ আস্তরণে পরিণত হবে ৷ এর সঙ্গে আর অশ্বিন, হার্দিক পান্ডিয়া এবং ইশান্ত শর্মার নাম যোগ করলে ভারত অপরাজেয় হয়ে উঠবে ৷’’