পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"বিশ্বাস রাখো, একদিন তোমাদের হাতেও ট্রফি উঠবে"; শেফালিদের বার্তা ভিভের

পঞ্চমবার টি-20 বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেওয়া অস্ট্রেলিয়ার মেয়েরা অভিনন্দনে ভেসে যাচ্ছে ৷ অন্যদিকে ভারতীয় দলের ড্রেসিংরুমে একরাশ হতাশার ছবি ৷ এমন পরিস্থিতিতে শেফালি, জেমিমা, মান্ধানাদের মনোবল বাড়াতে এগিয়ে এলেন দেশ-বিদেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা ৷

indian womens cricket team
টি-20 বিশ্বকাপ

By

Published : Mar 8, 2020, 7:51 PM IST

মেলবোর্ন, 8 মার্চ : 2017 সালের লর্ডস হোক বা 2020-র মেলবোর্ন ৷ চিত্রটার পরিবর্তন হল না ৷ সেই হতাশা, একই যন্ত্রণা ৷ শেষ ধাপে পৌঁছেও বারবার ফিরে আসা ৷ গোটা টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালের মতো বড় ম্যাচে চাপ সহ্য করতে না পারার ফল ভুগতে হল এবারও ৷ পঞ্চমবার টি-20 বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেওয়া অস্ট্রেলিয়ার মেয়েরা অভিনন্দনে ভেসে যাচ্ছে ৷ অন্যদিকে ভারতীয় দলের ড্রেসিংরুমে একরাশ হতাশার ছবি ৷ এমন পরিস্থিতিতে শেফালি, জেমিমা, মান্ধানাদের মনোবল বাড়াতে এগিয়ে এলেন দেশ-বিদেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা ৷ তালিকায় রয়েছেন স্যার ভিভিয়ান রিচার্ডস থেকে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাদের মতো ক্রিকেটাররা ৷

ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস টুইটে লিখেছেন, "কখনও হতাশ হবে না ৷ গোটা টুর্নামেন্ট ধরে তোমরা অসাধারণ খেলেছ ৷ একদিন না একদিন তোমাদের হাতেও বিশ্বকাপ ট্রফি উঠবে ৷ নিজেদের উপর বিশ্বাস হারিও না ৷"

টুর্নামেন্টে অপরাজিত থেকে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে পা রেখেছিল হরমনপ্রীত কউররা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও গ্রুপ শীর্ষে থাকার কারণে সরাসরি ফাইনালে উঠে যায় ভারত ৷ ফাইনালে হারলেও মেয়েদের পারফরম্যান্সে খুশি বিরাট কোহলি ৷ টুইটে তিনি লিখেছেন, "টি-20 বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স দেখে গর্ববোধ করছি ৷ আমি নিশ্চিত যে ভবিষ্যতে তোমরা আরও শক্তিশালী হয়ে ফিরবে ৷"

জসপ্রীত বুমরা লিখেছেন, "টি-20 বিশ্বকাপে তোমাদের জার্নি দেখাটা খুব উপভোগ্য ছিল ৷ বেশ কিছু অসাধারণ মুহূর্ত তোমরা উপহার দিয়েছ ৷ আমরা সবাই তোমাদের নিয়ে গর্বিত ৷ সামনের দিকে এগিয়ে চলো ৷ "

অস্ট্রেলিয়ার মেয়েদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হরমনপ্রীতদের বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিনও ৷ তিনি লিখেছেন, "মেয়েদের দুর্দান্ত পারফরম্য়ান্স ৷ সাবাশ ডব্লিউ ভি রমন ৷ পুরো টিম আমাদের গর্বিত করেছে ৷ বড় ম্যাচে ভালো পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন ৷ "

ABOUT THE AUTHOR

...view details