দিল্লি, 13 নভেম্বর : 2014 সালের 13 নভেম্বর, ইডেন দেখেছিল ব্যাটিং তাণ্ডব ৷ ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের গলি ক্রিকেট স্তরে নামিয়ে এনে কার্যত ছেলেখেলা করেছিলেন 28 বছরের এক যুবক ৷ তিনি রোহিত শর্মা ৷ সেদিন রোহিতের 264 রান এখনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৷ সেই কারণে ICC আজ টুইটারে শুভেচ্ছা জানাল রোহিতকে ৷
অটুট রেকর্ড, রোহিতের 264-র 5 বছরে টুইট ICC-র - eden gardens
2014, 13 নভেম্বর, ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের গলি স্তরে নামিয়ে এনে কার্যত ছেলেখেলা করেছিলেন 28 বছরের রোহিত শর্মা ৷ রোহিতের সেই রাজকীয় 264 রানের পঞ্চম বর্ষপূর্তি আজ ৷
মাত্র 4 রানের মাথায় তাঁর ক্যাচ ফসকান শ্রীলঙ্কান ফিল্ডাররা ৷ সেই শেষ, ঐতিহাসিক সেই ম্যাচে আর কোনও সুযোগ দেননি ভারতীয় ক্রিকেটের হিটম্যান ৷ 2010 সালে প্রথম কোনও ব্যাটসম্যান একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুই শতরানের গণ্ডি টপকান ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 200 রানের ইনিংস খেলেছিলেন অধুনিক ক্রিকেটার ডন, সচিন রমেশ তেন্ডুলকর ৷ কিন্তু তাঁকে ছাপিয়ে বিশাল 264 রানের ইনিংস খেলেন আর এক মুম্বইকর ৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে চতুর্থ ম্যাচ ছিল ইডেনে ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেটের বিনিময়ে 404 রান করেন মেন ইন ব্লুরা ৷ মাত্র 4 রানের মাথায় রোহিতের ক্যাচ ছাড়ার পর 260 রান যোগ করেন তিনি ৷ সেদিন লঙ্কাবাহিনীর ইনিংস শেষ হয় মাত্র 251 রানেই ৷ অর্থাৎ একা রোহিতের করা রান থেকেও 13 রান কম করে শ্রীলঙ্কা ৷