পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্পনসর থাকছে চিনা সংস্থাই; "লজ্জা হওয়া উচিত", ক্ষোভ নেটিজেনদের - IPL-এর স্পনসর থাকছে চিনা সংস্থা নিয়ে ক্ষোভ নেটিজেনদের

চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল না করতে পারলে IPL বয়কটের ডাক দিয়েছেন ক্ষুব্ধ নেটিজেনরা ৷

Fans Want to Boycott IPL 2020 As Chinese Sponsors Retained in Cricket Carnival
Fans Want to Boycott IPL 2020 As Chinese Sponsors Retained in Cricket Carnival

By

Published : Aug 3, 2020, 11:46 AM IST

মুম্বই, 3 অগাস্ট : বদলাচ্ছে না IPL-এর টাইটেল স্পনসর ৷ IPL-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে চিনা মোবাইল সংস্থাকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ ৷ তাদের মতে, এই সিদ্ধান্তে BCCI-এর লজ্জা হওয়া উচিত ৷ অনেকেই IPL বয়কটের ডাক দিয়েছেন ৷

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের IPL ৷ 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্রোড়পতি লিগ ৷ শেষ হবে 10 নভেম্বর ৷ কয়েকমাসের বিরতির পর ফের টি-20 টুর্নামেন্টের রোমাঞ্চের জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু, এই উৎসাহে জল ঢেলে দিয়েছে IPL গভর্নিং কাউন্সিলের একটি সিদ্ধান্ত ৷ টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটেনি BCCI ৷ বরং ওই চিনা মোবাইল সংস্থাসহ সমস্ত স্পনসরই রয়েছে ৷ আর এতেই আপত্তি নেটিজেনদের ৷ গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে দেশের 20 জন জওয়ান শহিদ হওয়ার পর চিনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বাতিলের দাবি উঠেছিল ৷ কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই পথে না হাঁটায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা ৷ #BoycottIPL দিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা ৷

কেউ লিখেছেন, এমন সিদ্ধান্তে BCCI-এর লজ্জা হওয়া উচিত ৷ এই IPL বয়কট করা উচিত ৷ অন্য একজনের মন্তব্য, "ওরা চিনা স্পনসরকে বয়কট না করতে পারলেও আমরা IPL বয়কট করতে পারি ৷" ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে আরও একজন লিখেছেন, "এটা জাতীয় বিরোধী IPL ৷ এই IPL-এর গা থেকে চিনা নাম না মুছলে টুর্নামেন্ট বয়কট করব ৷"

ABOUT THE AUTHOR

...view details