মুম্বই, 10 জুন: 10 জুন, 2019 ৷ ঠিক একবছর আগে এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং ৷ অবসরের এক বছরের মাথায় প্রিয় ক্রিকেটারকে খুব মিস করলেন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হল হ্যাশট্যাগ মিস ইউ যুবি ৷
বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় যুবির খেলার বিভিন্ন ক্লিপিংস, ছবি শেয়ার করতে শুরু করে ফ্যানেরা ৷ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেনি যুবি অনুরাগীরা ৷ ফ্যানেরা বললেন, তারা পঞ্জাব পুত্তরের ধুমধাড়াক্কা ব্যাটিং খুব মিস করছেন ৷ এক অনুরাগী লিখেছেন,"কিংবদন্তিরা কখনও অবসর নেন না ৷ তারা সবসময় আমাদের হৃদয়ে থেকে যান ৷ আপনি আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন ৷ একবছর হল অবসর নিয়েছেন ৷ আপনাকে খুব মিস করছি ৷"