পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

যুবির ছক্কা মিস করছেন অনুরাগীরা, সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং #MissYouYuvi - #মিসইউযুবি

যুবরাজ সিংয়ের অবসর গ্রহণের আজ একবছর পূর্ণ হল ৷ অবসরের বছরপূর্তিতে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেন 2011 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ৷

#MissYouYuvi
#MissYouYuvi

By

Published : Jun 10, 2020, 2:16 PM IST

মুম্বই, 10 জুন: 10 জুন, 2019 ৷ ঠিক একবছর আগে এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং ৷ অবসরের এক বছরের মাথায় প্রিয় ক্রিকেটারকে খুব মিস করলেন অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হল হ্যাশট্যাগ মিস ইউ যুবি ৷

বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় যুবির খেলার বিভিন্ন ক্লিপিংস, ছবি শেয়ার করতে শুরু করে ফ্যানেরা ৷ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেনি যুবি অনুরাগীরা ৷ ফ্যানেরা বললেন, তারা পঞ্জাব পুত্তরের ধুমধাড়াক্কা ব্যাটিং খুব মিস করছেন ৷ এক অনুরাগী লিখেছেন,"কিংবদন্তিরা কখনও অবসর নেন না ৷ তারা সবসময় আমাদের হৃদয়ে থেকে যান ৷ আপনি আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন ৷ একবছর হল অবসর নিয়েছেন ৷ আপনাকে খুব মিস করছি ৷"

অন্য একজন লিখেছেন, "10 জুন হল আমার জীবনের সবচেয়ে হৃদয়বিদারক দিন ৷ একবছর আগে যুবি এইদিনে ক্রিকেটকে বিদায় জানিয়েছিল ৷ আমরা তোমাকে খুব মিস করছি ৷ আজকের দিনে একজন লড়াকু মানুষ সবাইকে গুডবাই জানিয়েছিল ৷"

সেরকমই আরও কিছু পোস্ট হল-

ABOUT THE AUTHOR

...view details