সিডনি, 12 ডিসেম্বর : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত ৷ দ্বিতীয় দিনের শেষে অজ়িদের বিরুদ্ধে 472 রানের লিড নিল ভারতীয় দল ৷ আজ ভারতের হয়ে শতরান করেন ঋষভ পন্থ ও হনুমা বিহারী ৷
দিনের শেষ ওভারে শতরান করার জন্য ঋষভের প্রয়োজন ছিল 19 রান ৷ কিন্তু জ্যাক ওয়াইল্ডমুথের শেষ ওভারে চারটি চার ও একটি বিশাল ছক্কা হাঁকান পন্থ ৷ 73 বলে করেন অপরাজিত 103 রান ৷
অন্যদিকে 194 বলে 104 রানের ধৈর্যশীল ইনিংস খেলেন হনুমা বিহারী ৷ একই সঙ্গে ভালো ব্যাটিং করেন তরুণ শুভমন গিল ৷ 78 বলে খেললেন 65 রানের ইনিংস ৷ তার মধ্যে 10টি দুরন্ত চার আছে ৷
গোটা ইনিংসে ঋষভ পন্থের দুরন্ত পারফরমেন্স অ্যাডিলেড ওভালে প্রথম একাদশে খেলার সুযোগ করে দিতে পারে ৷ তবে ফর্মে আছেন বাংলার ঋদ্ধিমান সাহাও ৷ বিশেষ করে উইকেটরক্ষকের ভূমিকায় পন্থের থেকে কয়েক যোজন এগিয়ে বাংলার ঋদ্ধি ৷
আজ সারাদিনের খেলার পর ভারত 4 উইকেটে 386 রান বোর্ডে তোলে ৷ ফলে ভারতের লিড পৌঁছায় 472 রানে ৷ তার আগে অস্ট্রেলিয়া এ দলকে মাত্র 108 রানে অলউইকেট করে দেয় ৷