আহমেদাবাদ, 3 মার্চ : রাত পোহালেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে চতুর্থ টেস্ট ৷ তৃতীয় টেস্ট মাত্র দুদিনে শেষ হওয়ায় আহমেদাবাদের পিচ নিয়ে বিতর্ক এখনও চলছে ৷ মোতেরার স্পিনিং ট্র্যাক নিয়ে ইংল্যান্ডের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদের নানা মন্তব্য সামনে এসেছে ৷ সেইসব সমালোচনাকে সপাটে মাঠের বাইরে ফেলেছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মারা ৷ দেশের প্রাক্তন ক্রিকেটাররাও ভারতীয় দলের সমর্থনে এগিয়ে এসেছেন ৷ সেদিক থেকে দেখত গেলে উল্টো সুর শোনা গেল জাতীয় দলের প্রাক্তন বাঁ হাতি পেসার কারসন ঘাউড়ির গলায় ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মোতেরা ও চেন্নাইয়ের পিচকে সবজি চাষের উপযোগী বললেন । কপিল দেবের সমসাময়িক এই ক্রিকেটার বলছেন, গোটা ক্রিকেট কেরিয়ারে এমন জিনিস তিনি দেখেননি ৷
প্রশ্ন :আপনার কি মনে হয় মোতেরা এবং চেন্নাইয়ের উইকেট নিয়ে ইংল্যান্ডের সঙ্গে অন্যায় করা হয়েছে ?
উত্তর : আমরা তো মনে হয় এরকম উইকেটে খেলাটাই অন্যায় ৷ কারণ ভারতীয় ক্রিকেট প্রেমীরা নিজেদের বিনোদনের জন্য স্টেডিয়ামে গিয়ে বা টিভি মারফত ক্রিকেট খেলা দেখে ৷ ক্রিকেটারদের কাজটাই হল তাদের বিনোদন দেওয়া ৷ কিন্তু পাঁচদিনের খেলা যখন মাত্র দুদিনে শেষ হয়ে যাওয়া মানে ক্রিকেটকে খুন করা ৷ প্রথম দুটো দিন বোলার এবং ব্যাটসম্যান উভয়ের খেলার উপযুক্ত পিচই হল আদর্শ পিচ ৷ সময় যত গড়াবে স্বাভাবিকভাবেই উইকেট খারাপ হতে শুরু করবে ৷ তৃতীয় দিন থেকে বল টার্ন করা উচিত ৷ আহমেদাবাদ বা চেন্নাইয়ের মতো নয় ৷ ওগুলো তো চাষের জমির মতো ৷ এরকম উইকেটে রান তোলা ও টিকে থাকা দুটোই ব্যাটসম্যানদের পক্ষে খুব কঠিন ৷
প্রশ্ন :বেশিরভাগ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা কিন্তু এতে ভুল কিছু দেখছেন না ৷ কারণ বিদেশের মাঠে ভারতীয়দের জন্য সবুজ উইকেট অপেক্ষা করে...
উত্তর : তোমরা দেখে থাকবে যে অস্ট্রেলিয়া সিরিজ়ে পিচ পেস সহায়ক ছিল ৷ কিন্তু ম্যাচ তিনদিনে শেষ হয়ে যায়নি ৷ টেস্ট ম্যাচ পাঁচদিন পর্যন্ত হওয়া উচিত ৷ বিদেশের উইকেট প্রথমদিন বাউন্সি, সবুজ থাকে ৷ যা ফাস্ট বোলারদের সুবিধা দেয় ৷ প্রতিদিন ঘাস কাটার ফলে পিচ ধীরে ধীরে মন্থর হতে থাকে ৷ এখানে পিচে ঘাস নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি ৷ আহমেদাবাদ টেস্টের প্রথমদিনে এসব কিছুই ঘটেনি ৷ ক্রিকেটের বাজে চিত্র তুলে ধরেছে ভারত ৷
প্রশ্ন :পিচে বল পড়লেই ধুলো উড়ছে...
উত্তর : ওটা ক্রিকেট পিচ নয় ৷ মনে হচ্ছিল সবজি চাষের মাঠ ৷
প্রশ্ন : আপনার খেলোয়াড়ি জীবনে কখনও এমন উইকেটের সাক্ষী থেকেছেন ?