সাউদাম্পটন, 23 অগাস্ট: দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই অর্ধশতরান হাঁকিয়েছিলেন ৷ এবার কেরিয়ারের প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জ্যাক ক্রলি ৷ সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে খেললেন 267 রানের ইনিংস ৷ তারপরই ক্রলির প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুধু টেস্টই নয়, ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট ক্রলিকে সবরকম ফরম্যাটেই দেখতে চাইছেন ৷
22 বছরের ক্রলির দ্বিশতরান (267) ও জয় বাটলারের দেড়শতরান (152)-এর সৌজন্যে প্রথম ইনিংসে 583 রান তোলে ইংল্যান্ড ৷ পঞ্চম উইকেটে জস বাটলার ও জ্যাক ক্রলির জুটিতে ওঠে 359 রান ৷ কেরিয়ারের অষ্টম টেস্টের প্রথমদিন 171 রানের ইনিংস খেলেন ক্রলি ৷ দ্বিতীয়দিন মাঠে নেমে দ্বিশতরান পূর্ণ করেন ফেলেন ডান হাতি ৷ দ্বিশতরানের পর ত্রিশতরানের দিকে এগোচ্ছিলেন কেন্টের তরুণ ৷ পাকিস্তানের স্পিনার আসাদ শফিক অবশ্য সেই ইচ্ছে পূর্ণ হতে দেননি ৷ চা বিরতির ঠিক আগে লেগ স্টাম্পের বাইরে বল ফেলে ক্রলিকে স্টাম্পং করেন শফিক ৷