পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জ্যাক ক্রলির দ্বিশতরান, "ক্লাস প্লেয়ার" বললেন সৌরভ - জ্যাক ক্রলির ডাবল সেঞ্চুরি

প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্ট ড্র ৷ সাউদাম্পটনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাহাড়প্রমাণ রানের সামনে নড়বড়ে পাকিস্তান ৷

জ্যাক ক্রলির দ্বিশতরান, "ক্লাস প্লেয়ার" বললেন সৌরভ
জ্যাক ক্রলির দ্বিশতরান, "ক্লাস প্লেয়ার" বললেন সৌরভ

By

Published : Aug 23, 2020, 1:19 PM IST

সাউদাম্পটন, 23 অগাস্ট: দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই অর্ধশতরান হাঁকিয়েছিলেন ৷ এবার কেরিয়ারের প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জ্যাক ক্রলি ৷ সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে খেললেন 267 রানের ইনিংস ৷ তারপরই ক্রলির প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুধু টেস্টই নয়, ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট ক্রলিকে সবরকম ফরম্যাটেই দেখতে চাইছেন ৷

22 বছরের ক্রলির দ্বিশতরান (267) ও জয় বাটলারের দেড়শতরান (152)-এর সৌজন্যে প্রথম ইনিংসে 583 রান তোলে ইংল্যান্ড ৷ পঞ্চম উইকেটে জস বাটলার ও জ্যাক ক্রলির জুটিতে ওঠে 359 রান ৷ কেরিয়ারের অষ্টম টেস্টের প্রথমদিন 171 রানের ইনিংস খেলেন ক্রলি ৷ দ্বিতীয়দিন মাঠে নেমে দ্বিশতরান পূর্ণ করেন ফেলেন ডান হাতি ৷ দ্বিশতরানের পর ত্রিশতরানের দিকে এগোচ্ছিলেন কেন্টের তরুণ ৷ পাকিস্তানের স্পিনার আসাদ শফিক অবশ্য সেই ইচ্ছে পূর্ণ হতে দেননি ৷ চা বিরতির ঠিক আগে লেগ স্টাম্পের বাইরে বল ফেলে ক্রলিকে স্টাম্পং করেন শফিক ৷

বাটলার-ক্রলি জুটিতে উঠেছে 359 রান

ঘরের মাঠে ব্রিটিশ তরুণের এই দাপট নজর কেড়েছে ক্রিকেট ব্যক্তিত্বদের ৷ জ্যাক ক্রলিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি লেখেন, "তিন নম্বরে ব্যাট করার যোগ্য ব্যাটসম্যান পেয়ে গেল ইংল্যান্ড ৷ ক্লাস প্লেয়ারের মতো খেলেছে ৷ নিয়মিতভাবে সবরকম ফরম্যাটে ওকে দেখতে চাই ৷" টুইটে প্রাক্তন অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেন ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ট্যাগ করেছেন BCCI প্রেসিডেন্ট ৷

এদিকে পাহাড়প্রমাণ রানের জবাবে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের টপ অর্ডার ৷ ক্রলি-বাটলার ঝড়ের পর জেমস অ্যান্ডারসনের গতিতে দিশেহারা পাকিস্তানের শিবির ৷ দ্বিতীয় দিনের শেষে তিনটি উইকেট খুইয়ে 24 রান তুলেছে সফরকারি দল ৷ অ্যান্ডারসনের গতির সামনে বেশিক্ষণ টিকতে পারেননি দুই ওপেনার শান মাসুদ (4), আবিদ আলি (1) ও বাবর আজম (11) ৷ প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট ড্র ৷ তৃতীয় টেস্টেও পাকিস্তানের পরিস্থিতি ভালো ঠেকছে না ৷

অ্যান্ডারসনের গতিতে দিশেহারা পাকিস্তান

ABOUT THE AUTHOR

...view details