পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যাটিং ধস সামলে ম্যাঞ্চেস্টার টেস্ট জয় ইংল্যান্ডের - ম্যাঞ্চেস্টার টেস্ট

লাঞ্চের আগে পর্যন্ত 55 রানে মাত্র এক উইকেট হারায় ব্রিটিশরা ৷ কিন্তু ফের দুরন্ত বোলিং ইয়াসির শাহের ৷ ব্যাট হাতে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিলেন দলকে ৷ পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে করেছিলেন সর্বাধিক 33 রান ৷ বল হাতেও তুলে নেন 4টি উইকেট ৷

ইংল্যান্ড বনাম পাকিস্তান
ইংল্যান্ড বনাম পাকিস্তান

By

Published : Aug 8, 2020, 11:06 PM IST

ম্যাঞ্চেস্টার, 8 অগাস্ট : জস বাটলার ও ক্রিস ওকস ৷ এই দুজনের ব্যাটে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের বৈতরণী পার করল ইংল্যান্ড ৷ লাঞ্চের পর হঠাৎ ধস নামা ইংল্যান্ড ব্যাটিংকে সামাল দেন দুজনে ৷ খাদের কিনারা থেকে দলকে তুলে জায়ের রাস্তায় আনেন দলকে ৷ পাকিস্তানের বিরুদ্ধে 3 উইকেটে জয় তুলে নেয় ব্রিটিশরা ৷

লাঞ্চের আগে পর্যন্ত 55 রানে মাত্র এক উইকেট হারায় ব্রিটিশরা ৷ কিন্তু ফের দুরন্ত বোলিং ইয়াসির শাহের ৷ ব্যাট হাতে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিলেন দলকে ৷ পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে করেছিলেন সর্বাধিক 33 রান ৷ বল হাতেও তুলে নিলেন 4টি উইকেট ৷ ইয়াসিরের দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সে ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ৷ 55 রানে এক উইকেট থেকে 117 রানে 5 উইকেট হয়ে যায় জো রুটের দল ৷ কিন্তু দলকে বিপর্যয় থেকে তুলে জয়ের রাস্তায় নিয়ে আসেন এই দুই ব্যাটসম্যান ৷

75 রান করে সেই ইয়াসির শাহের শিকার হন বাটলার ৷ কিন্তু দলকে ম্যাট জিতিয়েই মাঠ ছাড়েন ওকস ৷ অলরাউন্ডার ক্রিস ওকস করেন 84 রান ৷ অধিনায়ক জো রুট করেন 42 রান ৷ ওপেনার সিবলে করেন 36 ৷ তবে ব্যর্থ বেন স্টোক ও অলি পোপ ৷

পাকিস্তানের দুই ইনিংসে বল হাতে মোট 4টি উইকেট তুলে নেন ওকস ৷ অন্য দিকে ব্যাট হাতে দলের প্রয়োজনে ফের নিজের জাত চেনালেন তিনি ৷ ওকসের দুরন্ত পারফরমেন্স ফের একবার প্রমাণ করল দলে অলরাউন্ডারের গুরুত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details