পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 15, 2019, 12:26 PM IST

ETV Bharat / sports

'এক থ্রোয়েই সব শেষ', ভারতের পর বিশ্বকাপের স্বপ্নভঙ্গ নিউজ়িল্যান্ডের !

সেদিন ধোনি কেঁদেছিলেন । গতকাল কাঁদলেন মার্টিন গাপ্টিল । বিশ্বকাপ যে হাতছাড়া হল দু'জনেরই ।

রান

লর্ডস, 15 জুলাই : মাত্র পাঁচ দিন । পাঁচদিন আগেই এক থ্রোয়ে ভারতবাসীর চোখে জল এনে দিয়েছিলেন মার্টিন গাপ্টিল । নিউজ়িল্যান্ড ওপেনার বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ । কিন্তু, সেমিফাইনালের মঞ্চে এক থ্রোয়ে একশো তিরিশ কোটির স্বপ্নভঙ্গ হয়েছিল সেদিন । ধোনিও কেঁদেছিলেন । স্টেডিয়ামে চোখের জল মুছতে মুছতে সহ-খেলোয়াড়দের জড়িয়ে ধরছিলেন রোহিত শর্মা । কোহলি টুপিটা একবার খুলে মাথায় হাত দিয়ে ফের পরে নিলেন । এই ছিল সেদিনের দৃশ্য ।

এই সংক্রান্ত আরও খবর : নিজের 'দেশ'কে হারিয়ে কলঙ্কমোচন স্টোকসের

কেটেছে মাত্র চারদিন । 14 জুলাই । রবিবার । স্থান - লর্ডস । এত তাড়াতাড়ি যে 'সেই অপরাধে'-র প্রায়শ্চিত্ত করতে হবে ভাবতে পারেননি গাপ্টিল । তিনিও এক থ্রোয়েই রান আউট । এবার হাতছাড়়া হল বিশ্বকাপ। ম্যাচ টাই হয়েও ।

এই সংক্রান্ত আরও খবর : এক থ্রোয়ে বাজিমাত, ব্যর্থ গাপটিলই সেমিফাইনালের নায়ক !

ম্যাচ টাই ঘিরে বিতর্ক রয়েছে । বিতর্ক উঠেছে বাই চার রান ঘিরেও । সেসব তো থাকবেই । টানটান ফাইনালে এসব না হয় 'ছোট্ট ঘটনা' । তবে, গাপ্টিলের রান আউটটাই যেন বড় হয়ে দেখা দিচ্ছে ।

বিশেষজ্ঞরা বলছেন, সেদিন ধোনিই পারতেন ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুলতে । কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় গাপ্টিলের থ্রো । কাঁদতে কাঁদতে যখন ধোনি ড্রেসিংরুমে ফিরছেন তখন সব স্বপ্ন শেষ । সমর্থকরা কাঁদছেন । গাপ্টিলের মুখে যুদ্ধজয়ের হাসি । নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন গাপ্টিলকে কোলে তুলে নিয়েছেন । ব্যাট হাতে ব্যর্থ হয়েও গাপ্টিল যেন তাঁর সারথী । ম্যাচ শেষে কেন বলেওছিলেন,"আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই । আমরা ভাগ্যবান যে এমন একটা খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি যার পেছনে ভারতের মতো দেশ রয়েছে । আশা করব 150 কোটি ভারতীয়র সমর্থন আমরাও পাবো ।"

পাশেও ছিল ভারতবাসী । ভালো খেলার । ফাইনালে দেশ খেলছে না, সুতরাং ভালো ক্রিকেটের সমর্থক হওয়াই শ্রেয় । তবে, সুপার ওভারে গাপ্টিল রান আউট হতে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল । অনেকেই মনে মনে বলে উঠলেন, "কর্মের ফল ।" সেদিন হেসেছিলেন গাপ্টিল । আজ কাঁদলেন । তবে, স্মিত হাসিটা লেগেই ছিল কেন উইলিয়ামসনের মুখে । আসল চ্যাম্পিয়ন তো তিনিই ।

ABOUT THE AUTHOR

...view details