সাউদাম্পটন, 6 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাউদাম্পটনে বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ৷ ম্যাচের প্রথম একাদশে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ ফলে সাউদাম্পটনের এগিয়াস বোলে জেমস অ্যান্ডারসনকে সঙ্গ দেবেন জোফ্রা আর্চার ও মার্ক উড ৷
দা গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আট বছরে এই প্রথমবার ঘরোয়া টেস্টে দলের বাইরে থাকতে হবে ব্রডকে ৷ কারণ, ইংল্যান্ডের জোফ্রা আর্চার ও মার্ক উডের মতো দুই গতিময় পেসারকে খেলানোর দিকে বেশি জোর দিচ্ছে ম্যানেজমেন্ট ৷ উড ও আর্চার দু'জনই চোটের কবলে পড়েছিলেন ৷ তবে বর্তমানে দু'জনই ফিট ও মাঠে নামার জন্য তৈরি ৷ টিমে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন ডমিনিক বেস ৷ ফলে চূড়ান্ত একাদশে হয়ত দলের বাইরে রাখা হবে স্টুয়ার্ট ব্রডকে ৷ রিপোর্টে আরও বলা হয়েছে, বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে কোনও অতিরিক্ত ব্যাটসম্যান থাকবে না ৷ এমনকী টিমের মধ্যে দু'টি দলে ভাগ করে খেলা অনুশীলন ম্যাচে ভালো পারফর্ম করা ক্রিস ওকসেরও প্রথম একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই ৷