ম্যাঞ্চেস্টার, 19 জুলাই : বল সাইন করতে লালার ব্যবহারে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ কিন্তু ক্রিকেটারদের দীর্ঘ দিনের পুরানো অভ্যাসের কি বদল করা সম্ভব হবে ? এই প্রশ্ন কিন্তু উঠেছিল বিভিন্ন মহল থেকে ৷ আদতে সেই শঙ্কাই সত্যি হতে দেখা গেল চলতি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ৷ কোরোনা পরবর্তী সময়ে ডম সিবলে প্রথম ক্রিকেটার হিসেবে ভুলবশত বলে লালার ব্যবহার করে বসলেন ৷
প্রথম টেস্ট ম্যাচে নিয়মের কোনও লঙ্ঘন হয়নি ৷ বোলাররা লালার পরিবর্তে ঘামের ব্যবহার করে বল সাইন করার চেষ্টা চালিয়ে যায় ৷ যদিও ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ও ওয়েস্ট ইন্ডিজ় বোলারদের বেশি কসরত করার প্রয়োজন হয়নি ৷
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া ব্রিটিশরা ৷ কিন্তু ইতিমধ্যে বৃষ্টির কারণে তৃতীয় দিন কোনও খেলা হয়নি ৷ তাই চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্রুত উইকেট তুলে নিতে মরিয়া ইংল্যান্ড বোলাররা ৷