সাউদাম্পটন, 4 জুলাই: টেস্ট চলাকালীন কেউ কোরোনায় আক্রান্ত হতে পারেন ৷ অনেকদিন ক্রিকেট থেকে দূরে থাকার কারণে চোট-আঘাতের সমস্যা দেখা দিতে পারে ৷ তাই বাড়তি সতর্ক ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ সেদিক খেয়াল রেখেই শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ৷ 13 সদস্যের দলে রাখা হয়নি জনি বেয়ারস্টো ও মইন আলিকে ৷ রিজ়ার্ভ বেঞ্চে রাখা হয়েছে 9 জন ক্রিকেটারকে ৷
8 জুলাই সাউদাম্পটন টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটির জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে ECB ৷ তবে সেই দলে নেই উইকেটকিপার জনি বেয়ারস্টো ও অলরাউন্ডার মইন আলি ৷ গতবছর অ্যাসেজ়ে বেয়ারস্টো ও মইন আলির পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ছিল না নির্বাচকরা ৷ দুজনের পারফরমেন্স এখনও মনে ধরেনি তাদের ৷ তাই কোরোনা পরবর্তী এই ঐতিহাসিক টেস্ট সিরিজ়ের জন্য দু'জনকে দলের বাইরে রাখা হয়েছে ৷