লন্ডন, 29 জুলাই : মিশন ওয়েস্ট ইন্ডিজ় সম্পূর্ণ ৷ এবার সামনে পাকিস্তান ৷ তাদের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ টেস্টের দলই অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷
তিন ম্যাচের সিরিজ়ে ওয়েস্ট ইন্ডিজ়কে 2-1 ব্যবধানে হারায় রুট বাহিনী ৷ এরপর সামনে পাকিস্তান ৷ বায়ো সিকিয়র স্টেডিয়ামে তিনটি টেস্ট খেলার পর সমসংখ্যক টি-20 ম্যাচ খেলবে ইংল্যান্ড ৷ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্বাচক ইডি স্মিথ বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্রুত তিনটি টেস্ট খেলার পর আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি ৷ তিন সপ্তাহের মধ্যে 15 দিন ক্রিকেট খেলবে দল ৷ তাই আমাদের 14 সদস্যের দল অপরিবর্তিত ৷’’