পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় জয় ভারতের - সচিন তেন্ডুলকরের মুকুটে নতুন পালক

রাইপুরে রোড সেফটি ওয়ার্লল্ড সিরিজ় জয়ের পর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি ৷ সচিনের সঙ্গে দেখা যায় তাঁর ভক্ত সুধীর গৌতম কেউ ৷ ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে ডাকে শ্রীলঙ্কা লিজেন্ড দল ৷

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়

By

Published : Mar 22, 2021, 6:46 PM IST

মুম্বই, 22 মার্চ : সচিন তেন্ডুলকরের মুকুটে নতুন পালক ৷ বিশ্বকাপের পর এবার জিতলেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় ৷ রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে 14 রানে হারায় সচিন নেতৃত্বাধীন ভারতীয় লিজেন্ড দল ৷

রাইপুরে রোড সেফটি ওয়ার্লল্ড সিরিজ় জয়ের পর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি ৷ সচিনের সঙ্গে দেখা যায় তাঁর ভক্ত সুধীর গৌতম কেউ ৷ ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে ডাকে শ্রীলঙ্কা লিজেন্ড দল ৷

প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 4 উইকেট হারিয়ে বোর্ডে 181 রান তোলে ভারতীয় লিজেন্ডরা ৷ ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান করেন ইউসুফ পাঠান ও যুবরাজ সিং ৷ মাত্র 36 বলে অপরাজিত 62 রানের ইনিংস খেলেন ইউসুফ ৷ অন্যদিকে 41 বলে 60 রান করেন যুবরাজ ৷ জবাবে 167 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস ৷ শ্রীলঙ্কার হয়ে চিন্তাকা জয়াসিংঘে করেন 30 বলে 40 রান ৷

আরও পড়ুন : বিরাট থেকে রোহিত, টি-20 সিরিজ়ে রেকর্ডের ছড়াছড়ি


ভারতীয় বোলারদের মধ্যে ইউসুফ পাঠান ও ইরফান পাঠান 2টি করে উইকেট নেন৷ ফাইরনালে ম্যা অফ দা ম্যাচ নির্বাচিত হয় ইউসুফ পাঠান ৷ অন্য দিকে ম্যান অফ দা সিরিজ় নির্বাচিত হন শ্রীলঙ্কার তিলকরত্ন দিলশান ৷

ABOUT THE AUTHOR

...view details