দিল্লি, 13 জুন: বাইশ গজ়ের সবচেয়ে বড় তারকা হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এমনই মন্তব্য IPL টিম চেন্নাই সুপার কিংসে মাহির সতীর্থ ডোয়েন ব্র্যাভোর ৷ ইনস্টাগ্রাম চ্যাটে এভাবেই CSK অধিনায়কের প্রশংসা করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷
জিম্বাবোয়ের প্রাক্তন পেসার পম্মি বাংওয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কথোপকথন চলছিল ব্র্যাভোর ৷ সেইসময়ই CSK প্রসঙ্গে কথা ওঠে ৷ আর চেন্নাই সুপার কিংসের পাশাপাশি কথায় উঠে আসে ক্যাপ্টেন কুলের প্রসঙ্গও ৷ ব্র্যাভো বলেছেন, "CSK-এর সাফল্যে ধোনির অবদান অসামান্য ৷ ধোনি এবং ফ্লেমিংয়ের কারণেই CSK ক্রোড়পতি লিগের অন্যতম সফল দল ৷ মহেন্দ্র সিং ধোনি প্রতিটি খেলোয়াড়কে নিজের মতো করে খেলার কথা বলেন ৷ তাই মাঠে নেমে আমরা সেরাটা উজাড় করে দিতে পারি ৷ ধোনি সবসময় চেন্নাইয়ের ড্রেসিংরুমের পরিবেশ ভালো রাখার চেষ্টা করেন ৷"