পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা: ব্র্যাভো

2011 সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ডোয়েন ব্র্যাভো ৷ ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে 104টি ম্যাচ খেলে 121টি উইকেট তুলেছেন তিনি ৷

ধোনির সঙ্গে ব্র্যাভো
ধোনির সঙ্গে ব্র্যাভো

By

Published : Jun 13, 2020, 1:45 PM IST

দিল্লি, 13 জুন: বাইশ গজ়ের সবচেয়ে বড় তারকা হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এমনই মন্তব্য IPL টিম চেন্নাই সুপার কিংসে মাহির সতীর্থ ডোয়েন ব্র্যাভোর ৷ ইনস্টাগ্রাম চ্যাটে এভাবেই CSK অধিনায়কের প্রশংসা করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷

জিম্বাবোয়ের প্রাক্তন পেসার পম্মি বাংওয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কথোপকথন চলছিল ব্র্যাভোর ৷ সেইসময়ই CSK প্রসঙ্গে কথা ওঠে ৷ আর চেন্নাই সুপার কিংসের পাশাপাশি কথায় উঠে আসে ক্যাপ্টেন কুলের প্রসঙ্গও ৷ ব্র্যাভো বলেছেন, "CSK-এর সাফল্যে ধোনির অবদান অসামান্য ৷ ধোনি এবং ফ্লেমিংয়ের কারণেই CSK ক্রোড়পতি লিগের অন্যতম সফল দল ৷ মহেন্দ্র সিং ধোনি প্রতিটি খেলোয়াড়কে নিজের মতো করে খেলার কথা বলেন ৷ তাই মাঠে নেমে আমরা সেরাটা উজাড় করে দিতে পারি ৷ ধোনি সবসময় চেন্নাইয়ের ড্রেসিংরুমের পরিবেশ ভালো রাখার চেষ্টা করেন ৷"

2011 সাল থেকে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজ়িটির সঙ্গে যুক্ত ব্র্য়াভো ৷ সেই সুবাদে দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন কুল'কে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর ৷ তাই ধোনিকে ক্রিকেট নামক খেলাটির সবচেয়ে বড় তারকা বলতেও দু'বার ভাবেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার ৷ ব্র্যাভোর কথায়, "চেন্নাই সুপার কিংস ও ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হলেন ধোনি ৷ ওর সঙ্গে খুব সহজেই মেশা যায় ৷ ও ভিডিয়ো গেমস খেলতে ভালোবাসে ৷ আমাদের জন্য ধোনির দরজা সবসময় খোলা ৷ যখনই প্রয়োজন পড়েছে ওর সাহায্য পেয়েছি ৷"

চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজ়িটির হয়ে 104টি ম্যাচ খেলে 121টি উইকেট তুলেছেন ডোয়েন ব্র্যাভো ৷ তার মধ্যে 2013 ও 2015 সালে পার্পল ক্যাপ জিতেছিলেন তিনি ৷ IPL-এ সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারকে পার্পল ক্যাপ দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details