পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টি-20'তে 500 উইকেট ডোয়েন ব্রাভোর - ডোয়েন ব্রাভো

CPL-এ জোকসের রাখিম কর্নওয়ালকে আউট করে 500 উইকেটের মালিক হন ব্রাভো ।

bravo takes 500 wicket in t-20
টি-20'তে ব্রাভোর 500 উইকেট

By

Published : Aug 27, 2020, 7:17 AM IST

Updated : Aug 27, 2020, 7:25 AM IST

জনস, 27 অগাস্ট : টি-20 ফরম্যাটে প্রথম বোলার হিসেবে 500 উইকেট নেওয়ার নজির গড়লেন ডোয়েন ব্রাভো । ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জোকসের রাখিম কর্নওয়ালকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার । ব্রাভোর পরে রয়েছেন শ্রীলঙ্কার টি-20 অধিনায়ক লাসিথ মালিঙ্গা । তাঁর সংগ্রহে রয়েছে 390টি উইকেট ।

IPL চলাকালীন তাঁকে ঘিরে উৎসাহে ঘাটতি থাকত না দর্শকদের মধ্যে । DJ ব্রাভো বরাবরই টি-20-র তুরুপের তাস । ক্রিকেটের ছোট ফরম্যাটে এবার নতুন রেকর্ড ক্যারিবিয় অল রাউন্ডারের । প্রথম বোলার হিসেবে 500 উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ব্রাভো । CPL-এ তিনি এই রেকর্ড গড়েন । ম্যাচ শেষে ব্রাভো বলেন, "খুব ভালো লাগছে । আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই । বিশ্বের যত দলের হয়ে আমি খেলেছি তাদের প্রত্যেককে ধন্যবাদ । কুইন্স পার্ক ওভালে আট বছর বয়সে আমি ক্রিকেট খেলা শুরু করি । এটা আমার ঘরের মাঠ । আর এখানে 500 উইকেট নেওয়ার রেকর্ড করতে পেরে আমি অত্যন্ত খুশি ।" 2012 ও 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ়ের টি-20 বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রাভো ।

বিশ্বের প্রায় সমস্ত টি-20 ক্রিকেট লিগ খেলেছেন ব্রাভো । এর মধ্যে IPL, বিগ ব্যাশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ রয়েছে । প্রায় 20টি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই অলরাউন্ডার । তিনি ক্রিকেটের ছোট ফরম্যাটে বরাবরই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকেছেন । ব্রাভো জানান, "এটা বেশি ব্যাটসম্যানদের দ্বারা পরিচালিত হয় । বোলারদের কাছে খুব একটা কিছু করার থাকে না । আমাকে ব্যাক এন্ডে দক্ষ ব্যাটসম্যানদের বল করতে হয় । আমি মানছি আমি রানের পিছনে ছুটি । কিন্তু এটাও সত্যি যে, আমি উইকেট পাই । এটা খেলারই একটা অংশ । আমি এতে খুশি ।"

Last Updated : Aug 27, 2020, 7:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details