পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলে থাকলেও চোটের কারণে প্র্যাকটিসে নেই মনোজ - bengal ranji trophy team

হাঁটুর চোট সারিয়ে রিহ্যাব সেরে প্রাকটিসে ফিরবেন মনোজ । বৃহস্পতিবার 32 জনের সম্ভাব্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা । তালিকায় মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরন, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহার নাম থাকলেও তাদের পাওয়া যাবে না ।

Manoj Tiwary
Manoj Tiwary

By

Published : Jan 29, 2021, 6:53 AM IST

কলকাতা, 29 জানুয়ারি : মরসুমের শুরু থেকে বাঁ পায়ের হাঁটুর কার্টিলেজের চোট নিয়ে ভুগছেন মনোজ তিওয়ারি । সেই চোট এখন আরও বেড়েছে । চিকিসকের পরামর্শ মেনেই বিশ্রামে আছেন তিনি । চোট সারিয়ে রিহ্যাব থেকে মাঠে ফেরার কথা জানিয়েছেন তিনি নিজেই ।

দলের সিনিয়র ব্যাটসম্যানকে শিবিরে না পাওয়ার কথা জানিয়েছেন সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস । তবে চোট সারিয়ে বাংলা দলের অনুশীলনে মনোজকে দ্রুত দেখা যাওয়ার ব্যাপারে আশাবাদী সিএবি সচিব । আজ থেকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হচ্ছে বাংলা দলের শিবির । বৃহস্পতিবার 32 জনের সাম্ভাব্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা । তালিকায় মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরন, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহার নাম থাকলেও তাদের পাওয়া যাবে না । চোটের কারণে মনোজ নেই । বাকিরা ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ব্যস্ত থাকবেন । তা সত্ত্বেও এই খেলোয়াড়দের শিবিরে রাখা নিয়েই উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন :বসল আরও দুটি স্টেন্ট, সৌরভ-সাক্ষাৎ মমতার

বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ শিবিরে অনুশীলন করাবেন । সম্ভবত 15 ফেব্রুয়ারি থেকে চলতি মরসুমের রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা । এবারের রঞ্জি ট্রফি হবে নতুন ফরম্যাটে । নির্দিষ্ট শহরে ম্যাচগুলো হবে । বাংলা দল সম্ভবত নিজের শহরেই খেলবে । তাই কোচ অরুণলাল প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ।

ABOUT THE AUTHOR

...view details