পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডাকওয়ার্থ-লুইস নিয়মে খেলা হলে কত রান করতে হবে ভারতকে ? - new zealand

46.1 ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 211 রান । বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিং করার সুযোগ না-পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বিভিন্ন ওভারে বিভিন্ন টার্গেট তাড়া করতে হবে কোহলিদের ।

ভারত

By

Published : Jul 9, 2019, 9:03 PM IST

ম্যানচেস্টার, 9 জুলাই : ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরাহদের সামনে শুরুটা নড়বড়ে হয় উইলিয়ামসনদের । তবে ওল্ড ট্র্যাফোর্ডে শুরুর এই ধাক্কা সামলে উঠ ম্যাচে ফেরে নিউজ়িল্যান্ড । কেন উইলিয়ামসন ও রস টেইলরের অর্ধশতরানে ভর করে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াকু স্কোর গড়ার পথে এগোয় কিউইরা । কিন্তু বাধ সাধে বৃষ্টি । 46.1 ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 211 রান ।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলেও নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিং করার সুযোগ না-পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বিভিন্ন ওভারে বিভিন্ন টার্গেট তাড়া করতে হবে কোহলিদের । আজ ভারতীয় সময় রাত 12টা পর্যন্ত খেলা শুরু না হলে খেলা গড়াবে রিজ়ার্ভ ডে'তে । সেক্ষেত্রে আগামীকাল রিজ়ার্ভ ডে-তে শেষ হবে ম্যাচ ।

বৃষ্টি থামার পর নিউজিল্যান্ড ব্যাটিংয়ের সুযোগ না পেলে ভারতের টার্গেট যেমন দাঁড়াবে :

  • 46 ওভার খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 237 রান
  • 40 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 223 রান
  • 35 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 209 রান
  • 30 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 192 রান
  • 25 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 172 রান
  • 20 ওভারে খেলা হলে ভারতের লক্ষ্যমাত্রা হবে 148 রান

আজ ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন । কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন কিউই ওপেনাররা । জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ধীর গতিতে রান তোলেন কিউই ওপেনাররা । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।

কিন্তু প্রশ্ন হচ্ছে বৃষ্টি থামার পর নিউজ়িল্যান্ড যদি আর ব্যাটিংয়ের সুযোগ না পায় সেক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস নিয়মে কেমন দাঁড়াবে ভারতের রান তাড়া করার লক্ষ্যমাত্রা, নজর সেদিকেই।

ABOUT THE AUTHOR

...view details