পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর ড্রিম 11 - BCCI

IPL-এর টাইটল স্পনসরশিপের জন্য ড্রিম 11-এর প্রস্তাবিত মূল্য ছিল 222 কোটি টাকা। যেখানে আনঅ্যাকাডেমির 210 কোটি , টাটা সন্সের 180 কোটি এবং বাইজু'স-এর 125 কোটি টাকা।

IPL
IPL-এর টাইটেল স্পনসর ড্রিম 11

By

Published : Aug 18, 2020, 4:31 PM IST

দিল্লি , 18 অগাস্ট : চলতি বছরের IPL-এর টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । BCCI-র তরফে জানানো হয়েছে, এবছরের IPL-এর টাইটল স্পনসর ড্রিম 11 । আগেই চিনা মোবাইল সংস্থা ভিভো-র সঙ্গে চুক্তি বাতিল করেছিল BCCI । এরপর IPL-এর টাইটল স্পনসরের দৌড়ে নামে টাটা সন্স , আনঅ্যাকাডেমি-র মতো সংস্থা । তবে এই সংস্থাগুলিকে পিছনে ফেলে এবার IPL-এর টাইটল স্পনসরশিপের দায়িত্ব পেল ড্রিম 11 ।

IPL চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান , IPL-এর টাইটল স্পনসরশিপের জন্য ড্রিম 11-এর প্রস্তাবিত মূল্য ছিল 222 কোটি টাকা। যেখানে আনঅ্যাকাডেমির 210 কোটি , টাটা সন্সের 180 কোটি এবং বাইজু'স-এর 125 কোটি টাকার প্রস্তাব ছিল ।

IPL-এর টাইটেল স্পনসরশিপে থাকা ভিভোর সঙ্গে 6 অগাস্ট সম্পর্ক ছিন্ন করে BCCI ৷ 2018 থেকে 2022 সাল পর্যন্ত IPL-এর টাইটেল স্পনসর হিসেবে ভিভোর সঙ্গে 2,190 কোটির টাকার চুক্তি ছিল বোর্ডের ৷ কিন্তু, চলতি বছরে গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক ওঠে ৷ IPL-এ চিনা স্পনসর রাখার সিদ্ধান্তে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানায় নেটিজেনরা ৷ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়িও প্রতিবাদ জানায় ৷ লাগাতার বিরোধিতার কারণে VIVO-র সঙ্গে চুক্তি বাতিল হয় ৷

BCCI-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভিভোর সঙ্গে চুক্তি বাতিলের প্রসঙ্গে বলেছিলেন , এটা কোনও আর্থিক সংকট নয় । আপনারা সবসময় বিকল্প বেছে রাখেন । এটা অনেকটা প্ল্যান এ এবং প্ল্যান বি-র মতো ।

IPL মূলত 29 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল । তবে কোরোনো ভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায় । পরে ঘোষণা হয়, 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর দুবাই, আবু ধাবি ও শারজায় আয়োজিত হবে IPL ।

ABOUT THE AUTHOR

...view details