ম্যাঞ্চেস্টার, 17 জুলাই : ওপেনার ডম সিবলে ও অলরাউন্ডার বেন স্টোকসের জোড়া শতরানে ম্যাঞ্চেস্টারে ক্যারিবিয়ানদের শাসন করছে ইংল্যান্ড ৷ শুরুতে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তোলেন এই দুই ব্যাটসম্যান ৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই শতরান করেন সিবলে ৷ লাঞ্চের পর শতরান পূর্ণ করেন বেন স্টোকস ৷
ক্রিকেটের ইতিহাসে নিজের নাম তুললেন ইংল্যান্ড ওপেনার ডম সিবলে ৷ কোরোনা ভাইরাস পরবর্তী প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সিবলে তাঁর ঐতিহাসিক শতরানটি করেন ৷ আগের দিনে 86 রানে অপরাজিত ছিলেন তিনি ৷ 312 বলে শতরান পূর্ণ করেন সিবলে ৷ তার মধ্যে মাত্র 4টি বাউন্ডারি মেরেছেন এই ইংল্যান্ড ওপেনার ৷ ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত 8টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ এটি তাঁর দ্বিতীয় শতরান ৷
সিবলের শতরানটি ইংল্যান্ডের ক্রিকেটে পঞ্চম ধীর গতির শতরান ৷ ব্রিটিশদের হয়ে সবথেকে ধীর গতির শতরানের রেকর্ড আছে প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের ৷ 1999 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 343 বলে শতরান করেছিলেন তিনি ৷ এর পরের তিনটি স্থানে আছেন মাইকেল আর্থারটন ৷