পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নতুন দিন্দা উঠে আসবে : অরুণলাল - অশোক দিন্দা

দিন্দা দলে থাকলে অবশ্যই তাঁকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলাতেন ৷ যখন নেই তা নিয়ে অযথা হা-হুতাশ করতে নারাজ বাংলার কোচ অরুণলাল ৷

image
অরুনলাল

By

Published : Dec 26, 2019, 9:44 AM IST

Updated : Dec 26, 2019, 10:12 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর : দিন্দা বিতর্ক ভুলে এগিয়ে যেতে চায় বাংলা দল ৷ তাই এই বিতর্ক পাত্তা দিচ্ছেন না বাংলার কোচ অরুণলাল । অশোক দিন্দা দলে না থাকায় নতুনদের কাছে সুযোগ চলে এসেছে বলেই তাঁর মত ৷ বাংলা দল নতুন দিন্দা তুলে নিয়ে আসবে বলে দাবি করেন তিনি ৷


অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের খেলার শেষে বাংলার কোচ বলেন, দিন্দা বিতর্ক নিয়ে তাঁদের কিছু বলার নেই । পুরো বিষয়টি CAB-র ব্যাপার । পরক্ষণেই যোগ করেন, দিন্দা দলে থাকলে অবশ্যই তাঁকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলাতেন ৷ যখন নেই তা নিয়ে অযথা হা-হুতাশ করতে নারাজ ৷ তিনি জোরালোভাবে বিশ্বাস করেন, ‘‘দিন্দার অনুপস্থিতি নতুনদের কাছে বড় সুযোগ । যার মধ্যে দিয়ে নতুন দিন্দা উঠে আসবে । নতুন বলের দায়িত্বে কোনও বোলার পাঁচ উইকেট নিলেই দিন্দাকে নিয়ে কথা বন্ধ হয়ে যাবে ।’’

দিন্দাকে নিয়ে অরুণলালের মন্তব্য

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের 24 ঘণ্টা আগে অশোক দিন্দা বাংলা দলের বোলিং কোচ রণদেব বসুকে অপমান করেন । শুধু তাই নয়, দলের কোচ অরুণলালকেও পরোক্ষভাবে গালমন্দ করেন । ফলে ম্যাচের আগে দলের সিনিয়র বোলার অশোক দিন্দার আচরণ সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে । অবস্থা সামাল দিতে ও দলের শৃঙ্খলারক্ষার তাগিদে অশোক দিন্দাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । যদিও CAB-র যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি । ঘনিষ্ঠ মহলে দিন্দা সুর নরম করার ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত ক্ষমা চাননি ৷ এবারের মরশুমের শুরু থকেই বিতর্কে অশোক দিন্দা ৷ দলের সিনিয়র বোলারের সঙ্গে ঝামেলা সমঝোতার রাস্তায় মেটানোর চেষ্টা করা হয়েছিল । কিন্তু ফের নতুন করে বিতর্ক । ফলে বাংলা দলে দিন্দা কবে ফিরবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

Last Updated : Dec 26, 2019, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details