পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুসৌরির বরফে মেয়ের সঙ্গে খেলায় মত্ত ধোনি - dhoni playing with daughter zive

মুসৌরিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাছেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেখানেই মেয়ের সঙ্গে বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷

image
ধোনি

By

Published : Jan 9, 2020, 4:59 PM IST

মুসৌরি, 9 জানুয়ারি : আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন অনেকদিন ৷ 2019 বিশ্বকাপের সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক আঙিনায় মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ক্রিকেট মাঠে না দেখা গেলেও মেয়ে জ়িভার সঙ্গে বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল তাঁকে ৷

বর্তমানে উত্তরাখণ্ডের মুসৌরিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাছেন ধোনি ৷ সেখানেই বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেল ধোনি ও জ়িভাকে ৷ এর আগেও একটি ভিডিয়ো পোষ্ট করেছিলেন ধোনি ৷ যেখানে দেখা গিয়েছিল মেয়ের সঙ্গে গিটার বাজিয়ে গান করছেন ৷ এরপর এই বরফ নিয়ে খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করলেন ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘স্নো ব্রিং আউট দা বেস্ট আউট অফ হার ৷"

জ়িভার সঙ্গে বরফ নিয়ে খেলায় মত্ত ধোনি


ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 2007-এর প্রথম টি-20 বিশ্বকাপ ও 2011 সালে জিতেছেন একদিনের বিশ্বকাপ ৷ 2019 বিশ্বকাপের পর যদিও একদিনের ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি ৷ আর তা নিয়েই শুরু হয় জল্পনা, তাহলে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি ? সেই প্রশ্নেও রয়ে গেছে ধোঁয়াশা রেখেই নিজের মতোই আছেন ক্যাপ্টেন কুল ৷

ABOUT THE AUTHOR

...view details