পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মন্ধনার দ্রুততম হাফসেঞ্চুরির পরও হার ভারতের - t20

দ্রুততম ভারতীয় মহিলা হিসেবে ২৪ বলে ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করেন স্মৃতি মন্ধনা। তবুও আজ কিউয়িদের বিরুদ্ধে ২৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়ল হরমনপ্রীতরা। কিউয়িদের ১৫৯ রানের জবাবে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

স্মৃতি মন্ধনা

By

Published : Feb 6, 2019, 10:46 PM IST

Updated : Feb 6, 2019, 10:56 PM IST

ওয়েলিংটন, ৬ ফেব্রুয়ারি : ওয়ান ডে সিরিজ় জিতলেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম T-20 ম্যাচে হেরে গেল ভারতীয় মেয়েরা। আজ কিউয়িদের বিরুদ্ধে ২৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়ল হরমনপ্রীতরা। ওপেনার স্মৃতি মন্ধনার দুরন্ত ব্যাটিংও জয় এনে দিতে পারল না উইমেন ইন ব্লু’কে। কিউয়িদের ১৫৯ রানের জবাবে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস।

১৩৬ রানেই গুটিয়ে যায় ভারত

ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান করে নিউজ়িল্যান্ড। কিউয়িদের হয়ে ৪৮ বলে ৬২ করেন সোফি ডিভাইন। অধিনায়িকা অ্যামি স্যাটার্থওয়েট করেন ২৭ বলে ৩৩। ভারতের হয়ে একটি করে উইকেট নেন অরুন্ধতি রেড্ডি, রাধা যাদব, দীপ্তি শর্মা ও পুনম যাদব।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে প্রিয়া পুনিয়ার উইকেট হারালেও মন্ধনা-রডরিগেজ়ের ৯৮ রানের পার্টনারশিপে ভালো অবস্থায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। দ্রুততম ভারতীয় মহিলা হিসেবে ২৪ বলে ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করেন স্মৃতি। জেমিমা রডরিগেজ় করেন ৩৩ বলে ৩৯ রান। কিন্তু দ্বিতীয় উইকেট পড়তেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ।

এরপর অধিনায়িক হরমনপ্রীত কউর ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। নিউজ়িল্যান্ডের সবচেয়ে সফল বোলার লিয়া তাহুহু ২০ রানে তুলে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন লিঘ ক্যাসপেরেক ও অ্যামেলিয়া কের।

Last Updated : Feb 6, 2019, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details