পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL-এ দল না পাওয়ায় হতাশা ! আত্মঘাতী মুম্বইয়ের ক্রিকেটার - IPL 2020

সোমবার রাতে শোয়ার ঘর থেকে দেহ উদ্ধার হয় মুম্বইয়ের ক্রিকেটার করণ তিওয়ারির । তিনি মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন ।

KARAN
KARAN

By

Published : Aug 12, 2020, 7:51 PM IST

মুম্বই , 12 অগাস্ট : দেহ উদ্ধার হল মুম্বইয়ের ক্রিকেটার করণ তিওয়ারির । সোমবার রাতে শোয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । করণ মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন । কয়েকদিন আগে শেষ করেছেন লেভেল-1 কোচিং। IPL-এ কোনও দল না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন । তাই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

পুলিশ সূত্রে খবর, IPL-এর কোনও দলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যা করবেন বলে তিনি নাকি এক ঘনিষ্ঠ বন্ধুকে জানিয়েছিলেন । ওই বন্ধু বিষয়টি করণের বোনকে জানিয়েছিলেন । বোন জানিয়েছিলেন তাঁর মাকেও । এরই মাঝে সোমবার রাত ১০টা নাগাদ তাঁর দেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা ।

BCCI-র নিয়ম হচ্ছে, IPL-এর নিলামে উঠতে হলে রাজ্য দলের যে কোনও ক্যাটাগরিতে খেলতে হবে । করণ গত মরশুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPLদলগুলোর অনুশীলনের সময় নেটে বোলিং করতেন। 2019 সালে ক্লাব স্তরে ভালো পারফর্ম করেও মুম্বই দলের কোনও বিভাগে সুযোগ পাননি করণ । ফলে অধরা থেকে যায় IPL খেলার স্বপ্ন ।

করণের এক বন্ধু বলেন, " ওর খুব আশা ছিল রাজ্য দলে সুযোগ পাবে। কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও চলছিল। খুবই সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। কয়েকদিন আগে নিজের বোলিং আর ব্যাটিংয়ের ভিডিয়ো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়েছিল । ও এমন প্রাণঘাতী সিদ্ধান্ত নেবে ভাবতে পারিনি।

শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল থাকায় স্থানীয় ক্রিকেটে করণ পরিচিত ছিলেন "জুনিয়র ডেল স্টেইন" নামে।

ABOUT THE AUTHOR

...view details