আবু ধাবি, 29 সেপ্টেম্বর : একটা দলের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা । অন্য দলটির প্রথম জয়ের খোঁজে মরিয়া । কথা হচ্ছে IPL- এ মঙ্গলবারের দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নিয়ে । দু'টি দলের কাছেই জয় গুরুত্বপূর্ণ । তবে টুর্নামেন্টে দু'টি দলের পরিস্থিতি একেবারে উলটো ।
চলতি IPL- এ একমাত্র সানরাইজার্স হায়দরাবাদ এখনও জয়ের মুখ দেখেনি । কিন্তু, মঙ্গলবার তাদের প্রতিপক্ষ দু'টি ম্যাচ জয়ী আত্মবিশ্বাসে ভরপুর ও তারুণ্যে ভরা টিম দিল্লি ক্যাপিটালস । দুটি ম্যাচেই ওয়ার্নারদের ভুগিয়েছে নড়বড়ে মিডল অর্ডার । মণীশ পাণ্ডে ফর্মে থাকলেও প্রিয়ম গর্গ, বিরাট সিংদের মতো তরুণরা দায়িত্ব নিতে ব্যর্থ । KKR এর বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার মন্থর ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে । তবে মঙ্গলবার আবু ধাবিতে নামতে পারেন কেন উইলিয়ামসন । অভিজ্ঞ কিউই ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি অধিনয়ক ডেভিড ওয়ার্নারের মুখে হাসি ফোটাবে । তবে জিততে হলে ওয়ার্নার, বেয়ারস্টো ছাড়াও বাকিদের ব্যাটে রান আসা প্রয়োজন ।