দিল্লি, ১৪ মার্চ : প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস। আজ ফ্র্যাঞ্চাইজ়ির তরফে টুইট করে একথা জানানো হয়।
২৩ মার্চ থেকে শুরু হচ্ছে IPL। এই মরশুম শুরুর আগে দিল্লি ফ্রাঞ্চাইজ়ি তাদের নাম পরিবর্তন করেছে। আগের দিল্লি ডেয়ার ডেভিলস এবার নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস হয়েছে। ২৪ তারিখ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে তারা।
IPL-এ এখনও পর্যন্ত ফাইনালে পৌঁছাতে পারেনি দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি। গতবার রিকি পন্টিংকে কোচ হিসেবে নিয়োগ করেছিল। তবে তাদের ভাগ্য ফেরেনি। এবার রিকি পন্টিংয়ের সঙ্গে পরামর্শদাতা হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিয়োগ করল।