পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL-এ দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভ - ipl

প্লেয়ার হিসেবে এখনও IPL জিততে পারেননি তিনি। পরামর্শদাতা হিসেবে কি পারবেন?

সৌরভ গাঙ্গুলি

By

Published : Mar 14, 2019, 6:51 PM IST

দিল্লি, ১৪ মার্চ : প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস। আজ ফ্র্যাঞ্চাইজ়ির তরফে টুইট করে একথা জানানো হয়।

২৩ মার্চ থেকে শুরু হচ্ছে IPL। এই মরশুম শুরুর আগে দিল্লি ফ্রাঞ্চাইজ়ি তাদের নাম পরিবর্তন করেছে। আগের দিল্লি ডেয়ার ডেভিলস এবার নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস হয়েছে। ২৪ তারিখ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে তারা।

IPL-এ এখনও পর্যন্ত ফাইনালে পৌঁছাতে পারেনি দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি। গতবার রিকি পন্টিংকে কোচ হিসেবে নিয়োগ করেছিল। তবে তাদের ভাগ্য ফেরেনি। এবার রিকি পন্টিংয়ের সঙ্গে পরামর্শদাতা হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিয়োগ করল।

সৌরভকে পরামর্শদাতা নিয়োগের পর দিল্লি ক্যাপিটালসের তরফে টুইট করা হয়। সৌরভকে স্বাগত জানিয়ে তাদের টুইট, "টাইগার্স, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে হ্যালো বলো।"

দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা নিয়োগ হওয়ার পর সৌরভ বলেন, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সৌরভ গাঙ্গুলি। এরপর তিনি পুণে ওয়ারিয়র্সে যান। সেখানে ২ বছর ছিলেন। প্লেয়ার হিসেবে একবারও IPL জিততে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। এখন দেখার পরামর্শদাতা হিসেবে তিনি দিল্লি ক্যাপিটালসকে কাপ জেতাতে পারেন কি না।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details