দিল্লি, 18 অক্টোবর : কোরোনা প্যানডেমিকের জন্য 2020-21 সালের ঘরোয়া ক্রিকেট এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে বাতিল করা হয়নি ৷ কিন্তু ফের টুর্নামেন্টগুলি শুরু হতে বেশ কয়েক মাস দেরি হতে পারে ৷ তবে সম্ভবত নতুন বছরেরই এই ম্যাচগুলি হতে পারে ৷ শনিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই প্রস্তাব দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের প্রতিনিধি শান্থা রাঙ্গাস্বামী ৷
সাধারণত ঘরোয়া ক্রিকেট শুরু হয় অক্টোবর থেকে ৷ শেষ হয় এপ্রিল মাসে ৷ BCCI-এর ভার্চুয়াল বৈঠকে সদস্যরা একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা করেন ৷ কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নির্ভর করছে সেই সময় অর্থাৎ সামনের বছর কোরোনা পরিস্থিতি কেমন থাকে তার উপর ৷
তবে দেশের যে প্রান্তেই ঘরোয়া টুর্নামেন্টগুলি খেলা হোক না কেন, তা সম্পূর্ণ কোরোনা প্রোটোকল মেনেই হবে ৷ তবে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার জন্য সমস্ত কোরোনা মেডিকেল প্রোটোকল, ও রাজ্যের অনুমতির উপর নির্ভর করছে ৷
তবে ঘরোয়া টুর্নামেন্টগুলি খেলা হলে, তাতে যেই সময়েই হোক না কেন প্রিমিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা রণজি ট্রফি নিজের ফর্ম্যাটেই হবে ৷ অর্থাৎ এলিট গ্রুপ A, B, ও C, পাশাপাশি প্লেট গ্রুপে খেলা হবে ৷