পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2021 সালে ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু, ভাবনা BCCI-র - BCCI-এর ভার্চুয়াল বৈঠকে

সাধারণত ঘরোয়া ক্রিকেট শুরু হয় অক্টোবর থেকে ৷ শেষ হয় এপ্রিল মাসে ৷ BCCI-এর ভার্চুয়াল বৈঠকে সদস্যরা একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা করেন ৷ কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নির্ভর করছে সেই সময় অর্থাৎ সামনের বছর কোরোনা পরিস্থিতি কেমন থাকে তার উপর ৷

ঘরোয়া ক্রিকেট মরশুম
ঘরোয়া ক্রিকেট মরশুম

By

Published : Oct 18, 2020, 6:27 PM IST

দিল্লি, 18 অক্টোবর : কোরোনা প্যানডেমিকের জন্য 2020-21 সালের ঘরোয়া ক্রিকেট এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে বাতিল করা হয়নি ৷ কিন্তু ফের টুর্নামেন্টগুলি শুরু হতে বেশ কয়েক মাস দেরি হতে পারে ৷ তবে সম্ভবত নতুন বছরেরই এই ম্যাচগুলি হতে পারে ৷ শনিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই প্রস্তাব দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের প্রতিনিধি শান্থা রাঙ্গাস্বামী ৷

সাধারণত ঘরোয়া ক্রিকেট শুরু হয় অক্টোবর থেকে ৷ শেষ হয় এপ্রিল মাসে ৷ BCCI-এর ভার্চুয়াল বৈঠকে সদস্যরা একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা করেন ৷ কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নির্ভর করছে সেই সময় অর্থাৎ সামনের বছর কোরোনা পরিস্থিতি কেমন থাকে তার উপর ৷

তবে দেশের যে প্রান্তেই ঘরোয়া টুর্নামেন্টগুলি খেলা হোক না কেন, তা সম্পূর্ণ কোরোনা প্রোটোকল মেনেই হবে ৷ তবে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার জন্য সমস্ত কোরোনা মেডিকেল প্রোটোকল, ও রাজ্যের অনুমতির উপর নির্ভর করছে ৷

তবে ঘরোয়া টুর্নামেন্টগুলি খেলা হলে, তাতে যেই সময়েই হোক না কেন প্রিমিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা রণজি ট্রফি নিজের ফর্ম্যাটেই হবে ৷ অর্থাৎ এলিট গ্রুপ A, B, ও C, পাশাপাশি প্লেট গ্রুপে খেলা হবে ৷

BCCI সূত্রে খবর রণজি ট্রফি ও অন্য ঘরোয়া টুর্নামেন্টের 38টি দলের জন্য বায়োবাবল তৈরি করা প্রায় অসম্ভব ৷

শুক্রবার শান্থা রঙ্গাস্বামী জানান, তিনি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার জন্য ফ্রেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর অথবা ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের কথা প্রস্তাব দেবেন ৷

শান্থা রঙ্গাস্বামী বলেন, ‘‘ আমি মনে করি বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেটার ও মহিলা ক্রিকেটাররা দীর্ঘদিন খেলতে না পেয়ে আগ্রহ হারাতে পারেন ৷ তাই আমি প্রস্তাব করব তাদের ফ্রেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত মরশুম দেওয়া হোক ৷ হয়ত আমাদের এইভাবে নির্দিষ্ট ভেনুতে ও বায়ো বাবলে বছর দুই চলতে হবে ৷’’

যদিও টুর্নামেন্ট আয়োজনে এখনও একাধিক যদি কিন্তু আছে ৷ একটি রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি প্রশ্ন তোলেন, ‘‘ যদি BCCI পাঁচটি জ়োনে ম্যাচ গুলি আয়োজনের কথা ভাবে, সেক্ষেত্রে এমন শহর কোথায় যেখানে একাধিক গ্রাউন্ড আছে ? কোরোনা প্রোটোকল মেনে এতগুলি দলের ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার মতো হোটেল রুম আছে ?"

ABOUT THE AUTHOR

...view details