পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বোনের সঙ্গে মজার ভিডিয়ো দীপক চাহারের, হেসে কুটোপাটি নেটিজেনরা - Malti chahar

ইনস্টাগ্রামে দাদা দীপক চাহারের সঙ্গে ভিডিয়ো পোস্ট করলেন বোন মালতি চাহার ৷

হেসে কুটোপাটি নেটিজেনরা
হেসে কুটোপাটি নেটিজেনরা

By

Published : Jun 3, 2020, 8:34 AM IST

দিল্লি, 3 জুন: প্যানডেমিকের কারণে আটকে গেছে এবারের IPL ৷ ক্রিকেট অনুরাগীদের মতো IPL মিস করছেন ক্রিকেটাররাও ৷ ফাঁকা সময়ে বাড়িতে বসে বসেই নিজেদের ও ফ্যানেদের মনোরঞ্জন করছেন খেলোয়াড়রা ৷ কখনও লাইভ সেশনে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ৷ কখনও বা মজার মজার ভিডিয়ো পোস্ট করছেন ৷ ইনস্টাগ্রামে দাদা দীপক চাহারের বোন মালতি চাহার তেমনই এক ভিডিয়ো পোস্ট করলেন ৷ যা দেখে হেসে গড়াগড়ি খেল নেটিজেনরা ৷

ভিডিয়োর প্রথমেই দেখা যাচ্ছে বোলিং মার্কের দিকে হেঁটে যাচ্ছেন দীপক চাহার ৷ ব্যাকগ্রাউন্ডে সঞ্জয় মঞ্জরেকরের কমেন্ট্রি ভেসে আসছে ৷ এরপরই বল করার জন্য দৌড় লাগান তিনি ৷ কিন্তু তারপরই একটি টুইস্ট রয়েছে ৷ কী সেই টুইস্ট দেখে নিন ৷

ভিডিয়ো পোস্ট করে দীপকের বোন মালতি চাহার লিখেছেন, "আমরা খুব IPL মিস করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details