পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিগ ব্যাশে খেলবেন ? যা বললেন ওয়ার্নার... - বিগ ব্যাশে অংশ নিতে চান ডেভিড ওয়ার্নার

ওয়ার্নার বলেন, "আমার খেলা আমি খুব ভালভাবেই বুঝি । কিন্তু গত কয়েকবছরে সেই খেলায় নিয়ন্ত্রণ এসেছে । টেস্ট ম্যাচ খেলতে খেলতে মাঝে টি-20 ম্যাচ খেললাম । কয়েকদিনের মধ্যে আবার টেস্ট ম্যাচে ঢুকে পড়লাম, এই পরিস্থিতিতে আর পড়তে চাই না ।"

David Warner
David Warner

By

Published : May 21, 2020, 6:48 PM IST

মেলবোর্ন, 21 মে: ঘরোয়া টি-20 লিগ বিগ ব্যাশে অংশ নেবেন কি না তা আন্তর্জাতিক ক্যালেন্ডারের উপর নির্ভর করছে । জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার । কারণ কম সময়ের ব্যবধানে বিভিন্ন ফরম্যাটে খেলতে চান না তিনি । এতে পারফরমেন্সের উপর প্রভাব পড়ে বলে জানিয়েছেন তিনি ।

বিষয়টি খোলসা করতে গিয়ে 2013-14 মরশুমের উদাহরণ টেনেছেন অজ়ি ব্যাটসম্যান । সেবার টি-20 টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি । আর এতে তাঁর পারফরমেন্সের উপর ব্যাপক প্রভাব পড়েছিল । সেই ঘটনার পুনরাবৃত্তি চান না ওয়ার্নার । তাই আন্তর্জাতিক সূচি যেভাবে এগোবে সেই অনুযায়ী বিগ ব্যাশে অংশ করবেন কি না তা ঠিক করবেন তিনি ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া ইন্টারভিউয়ে তিনি বলেন, "এই গ্রীষ্মে কতগুলি ম্যাচ খেলছি এবং কটা টুর করছি সেই হিসেবে সব সিদ্ধান্ত নেব । আমি শেষবার যখন বিগ ব্যাশে খেলেছিলাম তখন পরের দুটি টেস্ট ম্যাচে শট খেলব নাকি খেলব না এই দ্বন্দ্বতেই ভুগেছি ।" গত বছর অ্যাসেজ সিরিজ়ের প্রথম এবং তৃতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার । এরপর বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে একটি ম্যাচে 31 বলে 50 রান করেন তিনি । ফলে সেবার শেষের দুটি টেস্টে 25 রানের গণ্ডিও পার করতে পারেননি তিনি ।

ওয়ার্নার বলেন, "আমার খেলা আমি খুব ভালভাবেই বুঝি । কিন্তু গত কয়েকবছরে সেই খেলায় নিয়ন্ত্রণ এসেছে । টেস্ট ম্যাচ খেলতে খেলতে মাঝে টি-20 ম্যাচ খেললাম । কয়েকদিনের মধ্যে আবার টেস্ট ম্যাচে ঢুকে পড়লাম, এই পরিস্থিতিতে আর পড়তে চাই না ।" শোনা যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে বিগ ব্যাশ লিগ শুরু করার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া ।

ABOUT THE AUTHOR

...view details